Kajal Sheikh: ‘শুধরে যান না হলে কাজল-ঝড় উঠবে’, বিশ্বভারতীর উপাচার্যকে হুঁশিয়ারি তৃণমূল নেতার

অনুব্রত মণ্ডলের সুরে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে সরাসরি হুঁশিয়ারি দিতে শোনা গেল কাজল শেখকে।

Kajal Sheikh: 'শুধরে যান না হলে কাজল-ঝড় উঠবে', বিশ্বভারতীর উপাচার্যকে হুঁশিয়ারি তৃণমূল নেতার
কঙ্কালীতলায় জনসভায় তৃণমূল নেতা কাজল শেখ।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 04, 2023 | 10:28 PM

বোলপুর: পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে,ততই জোরাল হচ্ছে নানুরের তৃণমূল নেতা কাজল শেখের স্বর। এবার একেবারে অনুব্রত মণ্ডলের সুরে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে সরাসরি হুঁশিয়ারি দিতে শোনা গেল কাজল শেখকে। পৌষমেলা, বসন্ত উৎসব নিয়ে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে শুধরে যাওয়ার হুঁশিয়ারি দিতে শোনা গেল কাজল শেখকে। শনিবার বোলপুরের কঙ্কালীতলায় একটি সভা থেকে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। যা নিয়ে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

ঠিক কী বলেছেন কাজল শেখ? বোলপুরের কঙ্কালীতলায় প্রকাশ্য জনসভা থেকে রীতিমতো হুঁশিয়ারির সুরে নানুরের তৃণমূল নেতা কাজল শেখ বলেন, “যেভাবে বিশ্বভারতীর পৌষমেলা, বসন্ত উৎসব সহ অন্যান্য ঐতিহ্য নষ্ট করছেন তা মোটেই আমাদের জন্য ভালো উদাহরণ নয়। তাই এবার সাবধান হয়ে যান। শুধরে যান। এখনও সময় আছে। না হলে কাজল ঝড় উঠবে।” এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুনরায় এই প্রসঙ্গ তুলে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর উদ্দেশ্যে কাজল শেখ বলেন, “শুধরে যান। না হলে খুব খারাপ ফল হবে। কারণ আমি যেটা বলি সেটা করে দেখাই। তার থেকে বেশি করে দেখাই।”

পৌষমেলা, বসন্ত উৎসব কেবল বোলপুর বা বাংলার ঐতিহ্য নয়, গোটা দেশের গর্ব বলে দাবি জানান কাজল শেখ। কিন্তু, উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী এই সমস্ত উৎসব বন্ধ করে দিয়েছেন। এটা মেনে নেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, “জেলা কোর কমিটিতে এই বিষয়ে আলোচনা করছি। কিছু একটা নিশ্চয়ই উঠে আসবে। তারপর দেখা যাবে।” এপ্রসঙ্গে বাম সরকারের উৎখাতের প্রসঙ্গ টেনে নানুরের তৃণমূল নেতা আরও বলেন, “২০১১ সালের আগে বামফ্রন্ট ভেবেছিল, তারা সরকারের মসনদ থেকে সরবে না। কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের উৎখাত করেছেন। এখন উপাচার্য (বিদ্যুৎ চক্রবর্তী) যেটা করছেন, কয়েকদিন অপেক্ষা করুন। দেখতে পাবেন, তিনি পদ থেকে সরে যাবেন।” একইসঙ্গে হুঁশিয়ারির সুরে কাজল শেখ বলেন, ” আমার মন্ত্রী হওয়ার কোনও লক্ষ্য নেই। মা-মাটি-মানুষের দল করি। এটা আমার নেশা। যে বাংলার ঐতিহ্যকে নষ্ট করতে আসবে তাদের বিরুদ্ধে লড়াই চালাব।”