মমতার ৯ বাণ: অঙ্কা, বঙ্কা, শঙ্কা আর …
শর্মিষ্ঠা চক্রবর্তী | Edited By: সোমনাথ মিত্র
Dec 15, 2020 | 4:19 PM
"সারা জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে নতুন একটা ধর্ম তৈরি করেছে, দাঙ্গা ধর্ম, কুত্সা ধর্ম, ঘৃণ্য ধর্ম । স্বামী বিবেকানন্দের হিন্দু ধর্ম নয়। এরা ঘৃণ্য ধর্মের প্রচারক।"
1 / 9
"আমি মার খেতে খেতে উঠে আসা লোক। আমার মাথা থেকে পা পর্যন্ত এমন কোনও জায়গা নেই, যেখানে পেটায়নি। "
2 / 9
"সংখ্যালঘুদের ভোট জোগাড় করতে হায়দরাবাদের একটা পার্টিকে ধরে এনেছে। ওরা আবার এখানে কয়েকজনকে জোগাড় করেছে। বিজেপি হিন্দুদের ভোট নেবে ও মুসলিমদের ভোট ওরা নেবে, আর আমি কি কাঁচা কলা পাব?"
3 / 9
"খালি চমকায়। খালি বলে রাষ্ট্রপতি শাসন জারি করব। করে দেখাক না, করে দেখাক। আমারই তো অনেক কাজ কমে যাবে। আমি মিটিং মিছিল করে বেরাব আর তোমাদের ভোটটাও সব নিয়ে নেব।"
4 / 9
"যেই নির্বাচন আসে একটা করে গোর্খাল্যান্ড দেয়, ক'টা গোর্খাল্যান্ড হয়েছে? '১৪-র বলেছে একটা জিতেছে, '১৮য় বলেছে একটা জিতেছে। আমি কিন্তু জিতি নাই। আমি বলি নাই, তাই জিতি নাই।"
5 / 9
ফাইল চিত্র
6 / 9
"১০ বছর পার্টির হয়ে খেয়ে, ১০ বছর গর্ভমেন্টের হয়ে, গর্ভমেন্টের সবটা খেয়ে, ইলেকশনের সময় এর সঙ্গে ওর সঙ্গে বোঝাপড়া করলে, আমি কিন্তু টলারেট করি না।"
7 / 9
"শুধু কানে কানে বলে ও চোর ও চোর, ও খেয়েছে। বিজেপির মত বড় চোর কোথায় আছে? এত বড় ডাকাত সর্দার সব, চম্বলের বড় বড় ডাকাত!"
8 / 9
"আমি ভাল তো ভাল, শান্তির লোক। কিন্তু আমার গায়ে যদি আঘাত আসে, এমন প্রত্যাঘাত করব না, তোমার কোটি কোটি গুন্ডা এনেও সামলাতে পারবে না।"
9 / 9
"তিনটে দল, আগে আমি বলতাম, জগাই-মাধাই-গদাই। আমি একদিন রামকৃষ্ণ পড়ছিলাম। রামকৃষ্ণের কথামৃতে একটা জায়গায় লেখা রয়েছে অঙ্কা-বঙ্কা। এখন আমি ওদের বলি অঙ্কা-বঙ্কা-শঙ্কা।"