Murshidabad: ‘জেলে ভরে সামলাতে পারবে তো?’, পাল্টা প্রশ্ন মনিরুল ইসলামের

Farakka: বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে এফআইআর করার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। সেই ডেডলাইন পার হয়ে যায়। পুলিশ সূত্রে খবর, তাদের কাছে কোনও অভিযোগ যায়নি এখনও। তাই কোনও এফআইআরও দায়ের হয়নি। প্রশ্ন উঠছে, কমিশনের নির্দেশ কেন এভাবে অমান্য করা হচ্ছে?

Murshidabad:  জেলে ভরে সামলাতে পারবে তো?, পাল্টা প্রশ্ন মনিরুল ইসলামের
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 25, 2026 | 7:50 PM

ফরাক্কা: ‘এফআইআর হবে, জেলে ভরে সামলাতে পারবে তো? ফরাক্কায় লাখো লাখো মনিরুল ইসলাম তৈরি হয়েছে। একটা মনিরুলকে জেলে ভরলে হাজার হাজার মনিরুল ইসলাম পথে নামবে, বিক্ষোভ করবে।’ ফের বিস্ফোরক ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। নির্বাচন কমিশন নির্দেশ দেওয়ার পর তিন দিন কেটে গেলেও কোনও এফআইআর করা হয়নি তাঁর বিরুদ্ধে। পুলিশ দাবি করেছে, ফরাক্কায় ভাঙচুরের ঘটনায় তাঁর কোনও যোগ পাওয়া যায়নি।

তিনি বলেন, “তুমি ঠিক করবে, আমি ভারতবর্ষের নাগরিক কি নাগরিক নয়, মানুষ কেন উত্তাল হচ্ছে? নেতাজি বলেছিল, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। আমি বলছি আপনারা আমার পাশে থাকুন, একটা যদি বৈধ ভোটার বাদ চলে যায় তাহলে প্রথম গুলিটা মনিরুল ইসলাম খাবে।”

বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের উদ্দেশে তৃণমূল বিধায়ক বলেন, “আজ তুমি ফরাক্কা এসেছ, আমি যদি বুলডোজার চালিয়ে দিতাম। মনিরুলকে জেলে ভরার আগে সমস্ত বিজেপি বিধায়ক সংসদদের জেলে যাওয়া উচিত।”

বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে এফআইআর করার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। সেই ডেডলাইন পার হয়ে যায়। পুলিশ সূত্রে খবর, তাদের কাছে কোনও অভিযোগ যায়নি এখনও। তাই কোনও এফআইআরও দায়ের হয়নি। প্রশ্ন উঠছে, কমিশনের নির্দেশ কেন এভাবে অমান্য করা হচ্ছে? এই নির্দেশ প্রসঙ্গে মনিরুল আগেই বলেছেন, “আইন আইনের পথে চলবে বিচার ব্যবস্থার পথ খোলা আছে।”