
মেদিনীপুর: এবার বিজেপি নেতাদের ‘গান’ শোনানোর পরামর্শ দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিজেপি নেতাদের ডিজের পাশাপাশি রবীন্দ্র সংগীত শোনানোর নির্দেশ দিয়েছেন তিনি। বকলমে ডায়মন্ড-হারবারের তৃণমূল সাংসদ বিজেপি নেতাদের ‘দাওয়াই’ দেওয়ার পরামর্শ দিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। কবে কবে শোনানো হবে গান, সে কথাও বলেছেন তিনি।
কেন অভিষেকের এই পরামর্শ?
তৃণমূল সাংসদ এ দিন বুথে অর্থাৎ তৃণমূল স্তরে যে সকল কর্মীরা রাজনীতি করেন তাঁদের প্রসঙ্গ তুলেছেন। প্রথমে মঞ্চে এসে তিনি জানতে চান, কারা-কারা বুথে বসেন। এরপর সকলে হাত তোলেন। তারপরই অভিষেক বাঁকুড়ার তাংলডাঙরার ঘটনার উদাহরণ দেন। তিনি বলেন, “বাঁকুড়ায় ফর্ম ৭ ভর্তি গাড়ি আটকেছি আমরা। কলকাতায় করতে এসেছিল আমরা রুখেছি।”
প্রত্যেককে বুঝিয়ে তিনি বলেন, “দশটার বেশি বৈধভাবে ফর্ম জমা দেওয়া যায় না। ফর্ম জমা দেওয়ার তারিখ ছিল কাল। যেহেতু বিজেপি পারেনি,তাই সময় বাড়িয়েছে।”এরপর ফের সকলের উদ্দেশে আবেদন করে তৃণমূল সাংসদ বলেন, “বুথে রাজনীতি করো মন দিয়ে আমার কথা শোনো… যদি দেখো বিজেপির কর্মকর্তা চলতি মাসের ১৬-১৭-১৮-১৯ তারিখ ইআরও অফিসে ফর্ম জমা দিতে আসে দশটার বেশি, তাহলে রবীন্দ্র সংগীতের সঙ্গে ডিজে বাজিয়ে ডিজেও শোনাবে ভদ্রভাবে। ভাবছে শেষ মুহূর্তে মানুষের নাম বাদ দেব?”
এ দিন, বারেবারে এই একই কথা বলেছেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, “সব পাপের হিসাব হবে। তালিকা নিয়ে এক এক করে নাম পড়েছি আগে কে সিপিএম করত আর এখন বিজেপি করেন। ভেবেছে বিজেপির দাদারা বাঁচাবে।”