রবিতেই পদ্মে শিশির? শাহি সভার আমন্ত্রণ নিয়ে শান্তিকুঞ্জে কেন্দ্রীয় মন্ত্রী

ঋদ্ধীশ দত্ত |

Mar 20, 2021 | 5:31 PM

বিজেপির (BJP) পক্ষ থেকে শিশিরবাবুকে (Sisir Adhikari) আমন্ত্রণ জানানো হল অমিত শাহের (Amit Shah) সভায় উপস্থিত থাকার জন্য। আমন্ত্রণ জানালেন কেন্দ্রীয় মন্ত্রী।

রবিতেই পদ্মে শিশির? শাহি সভার আমন্ত্রণ নিয়ে শান্তিকুঞ্জে কেন্দ্রীয় মন্ত্রী
নিজস্ব চিত্র

Follow Us

পূর্ব মেদিনীপুর: শিশির অধিকারীর (Sisir Adhikari) বিজেপিতে (BJP) যোগ দেওয়া কি তবে শুধু আর একদিনের অপেক্ষা? গত দু’দিন আগে চণ্ডীপুরের এক সভা থেকে সেই জল্পনা উস্কে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) নিজে। শনিবার সেই জল্পনায় প্রায় সিলমোহর দিয়ে বিজেপির পক্ষ থেকে শিশিরবাবুকে আমন্ত্রণ জানানো হল অমিত শাহের (Amit Shah) সভায় উপস্থিত থাকার জন্য। আমন্ত্রণ জানাতে গেলেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী।

গত ১৭ মার্চ চণ্ডীপুরের সভা থেকে শুভেন্দু বলেছিলেন, “শিশিরবাবু থাকবেন মোদীজির সভায় অপেক্ষা করুন। আমি বলব আরও আগে ২১ তারিখ এগরায় অমিতজির সভায় চলে যেতে।” সেই মতো রবিবার এগরায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভায় হাজির থাকার জন্য এ দিন শান্তিকুঞ্জে আমন্ত্রণ পত্র নিয়ে আসেন কেন্দ্রের জাহাজ প্রতিমন্ত্রী মনসুখ মান্ডব্য। কাঁথি সাংগঠিক জেলা সভাপতি অমিত চক্রবর্তীও গিয়েছিলেন আমন্ত্রণ জানাতে।

এ দিন দুপুরেই দু’জনে গিয়ে শিশিরবাবুকে গিয়ে আমন্ত্রণ জানিয়ে আসনে। শাহের ‘দূত’ যখন শান্তিকুঞ্জে হাজির হন, তখন বাড়িতেই ছিলেন শুভেন্দুর সাংসদ ভাই দিব্যেন্দু অধিকারী।

ছেলের কাজের প্রতি সমর্থন জানিয়ে রাজনৈতিক মহলে দলবদলের জল্পনা গত কয়েকদিন ধরে শিশিরবাবুই তৈরি করেছিলেন। যার যবনিকা আগামিকালই পতন হতে পারে বলে মনে করা হচ্ছে। ওয়াকিবহাল মহলের ধারণা, এগরায় সভায় অমিত শাহের হাত থেকেই পদ্মপতাকা তুলে নিতে পারেন শিশির। এরপর আগামী ২৪ মার্চ তিনি যে কাঁথিতে মোদীর সভায় থাকবেন, তা আগে থেকেই সাফ করে রেখেছেন শুভেন্দু।

আরও পড়ুন: ‘গদ্দারদের জমিদারি ছিল’, পূর্ব মেদিনীপুরে তাঁকে ঢুকতে দেওয়া হত না বলে অভিযোগ মমতার

যদিও এই সবকিছুর মধ্যে অধিকারী পরিবারের আরেক রাজনীতিক তথা তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা অব্যাহত। তিনিও পরিবারের বাকি সদস্যদের পথেই হাঁটবেন নাকি বর্তমান দলের সাংসদ হিসাবেই থাকবেন, তা নিয়ে কৌতূহল বাড়ছে রাজনৈতিক মহলে।

আরও পড়ুন: বিক্ষোভ, ভাঙচুরের ২৪ ঘণ্টা পর সেই প্রার্থীকেই ফুলের তোড়ায় বরণ বিজেপি অফিসে

Next Article