২টাকা পাইকারি দরে বিক্রি হচ্ছে টম্যাটো, নেই ক্রেতা, রাস্তায় টম্যোটো ফেলে বিক্ষোভ চাষিদের

মাত্রাতিরিক্ত ফলন, কিন্তু দাম নেই। মাত্র ২ টাকা পাইকারি দামে ১মণ টম্যোটো বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

২টাকা পাইকারি দরে বিক্রি হচ্ছে টম্যাটো, নেই ক্রেতা, রাস্তায় টম্যোটো ফেলে বিক্ষোভ চাষিদের
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Mar 27, 2021 | 11:13 PM

আলিপুরদুয়ার: মাত্রাতিরিক্ত ফলন। কমে যাচ্ছে দাম। এ বার টম্যোটোর (Tomato) নায্য মূল্য না পেয়ে রাস্তায় টম্যাটো ছড়িয়ে বিক্ষোভ দেখালেন কামাখ্যাপুরির চাষিরা।

শনিবার সকালে, প্রায় কয়েকশো চাষি রাস্তা জুড়ে টম্যোটো (Tomato) ছড়িয়ে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, যত টাকা খরচ করে তাঁরা টম্যোটো উৎপাদন করছেন পাইকারি দামে তা বিক্রি করে ফসলের দাম ওঠা তো দূরের কথা, হাটে নিয়ে যাওয়ার খরচটাও পাচ্ছেন না চাষিরা। মাত্রাতিরিক্ত ফলন, কিন্তু দাম নেই। মাত্র ২ টাকা পাইকারি দামে ১ মণ টম্যোটো বিক্রি হচ্ছে ৮০ টাকায়। তবুও ক্রেতা নেই। বাধ্য হয়েই শনিবার পথে নামেন চাষিরা।

শনিবার সকাল থেকে কামাখ্যাগুরির রাস্তায় টম্যোটো ছড়িয়ে বিক্ষোভ দেখান চাষিরা। ঘটনার জেরে প্রায় কয়েকঘণ্টা গোটা শহরে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে, পুলিশি তৎপরতায় অবরোধ উঠে যায়।

আরও পড়ুন: কৃষকদের উপর ‘ফড়েরাজ’! রাজ্য সড়কে আলু ফেলে প্রতিবাদ বিজেপির, ভোগান্তি নিত্যযাত্রীদের