আলু রাখা নিয়ে বচসা, গাড়ি চালকের কলার বোন ভাঙল অপর চালক

হিমঘরে আলু রাখার লাইনে বেনিয়ম। সেই প্রতিবাদ করতে গিয়ে গাড়ির যন্ত্রাংশ দিয়ে মেরে এক চালকের কলার বোন ভেঙে দেওয়ার অভিযোগ উঠলো অপর এক ড্রাইভারের বিরুদ্ধে।

আলু রাখা নিয়ে বচসা, গাড়ি চালকের কলার বোন ভাঙল অপর চালক
থানায় অভিযোগ দায়ের আহতের পরিবারের
Follow Us:
| Updated on: Mar 23, 2021 | 12:05 AM

জলপাইগুড়ি: হিমঘরে আলু রাখার লাইনে বেনিয়ম। সেই প্রতিবাদ করতে গিয়ে আহত হলেন এক ট্রাক ড্রাইভার। গাড়ির যন্ত্রাংশ খুলে মেরে কলার বোন ভেঙে দেওয়ার অভিযোগ উঠল অপর এক ড্রাইভারের বিরুদ্ধে। সোমবার ঘটনাটি জলপাইগুড়ি জেলার কোতোয়ালিতে। এ নিয়ে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছে ট্রাক মালিকের পরিবার। ঘটনার তদন্ত করে দোষী ড্রাইভারকে উপযুক্ত শাস্তি এবং বেআইনি ভাবে চলা ট্রলি বন্দ করার দাবিতে প্রতিবাদে মুখর হল ইউনাইটেড ট্রাক ওনার্স এসোসিয়েশনও।

ট্রাক ওনার্স এসোসিয়েশন সুত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে জলপাইগুড়ি ৭৩ মোড় সংলগ্ন একটি কোল্ড স্টোরো নিজের লরি নিয়ে আলু রাখতে গিয়েছিলেন জলপাইগুড়ি সেন পাড়া এলাকার বাসিন্দা রতন দেবনাথ ৫৩। কোল্ড স্টোরেজের লম্বা লাইন মেনে তিনি লাইনেই ছিলেন। অভিযোগ, ওই সময় লাইন ভেঙে কোল্ড স্টোরে ঢুকতে যায় একটি গাড়ি। রতনবাবু এর প্রতিবাদ করতে গেলে তাকেঁ ট্রলিতে থাকা লিভার দিয়ে মেরে কলার বোন এবং হাত ভেঙে দেয় ওই গাড়ি চালক বলে অভিযোগ। এরপর অভিযুক্তকে সবাই মিলে ধরতে গেলে ভিড়ের সুযোগ সে পালিয়ে যায়। স্থানীয়রা রতনবাবুকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে তাকে শিলিগুড়ি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। বর্তমানে তিনি শিলিগুড়ি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় সোমবার রাতে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রতন দেবনাথের পরিবার।

এই ঘটনার প্রতিবাদে ইউনাইটেড ট্রাক ওনার্স এসোসিয়েশনের রাজ্য সহ-সভাপতি সঞ্জীব ঘোষ বলেন, এই ধরনের আক্রমনের তীব্র প্রতিবাদ করছি। আমরা সবাই মিলে থানায় এসে ঐ ট্রলি চালককে অবিলম্বে গ্রেফতার করা ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পুলিশের দৃষ্টি আকর্ষণ করলাম। রাস্তায় বেআইনি ভাবে ট্রলি চলছে তা বন্ধ করার দাবি জানিয়ে গেলাম। অবিলম্বে ব্যবস্থা গ্রহণ না করা হলে আমরা বিভিন্ন প্রান্তে পথ অবরোধ করবো বলে জানান তিনি।