
বাঁকুড়া: বন্ধুরা রং খেলে স্নান করতে গিয়েছিল দামোদরে। সেখানেই ডুবে মৃত্যু হল দুই ভাইয়ের। বড়জোড়া থানার কৃষ্ণনগরের ঘাট থেকে দেহ দু’টি উদ্ধার করে বড়জোড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিহারের প্রমোদ চৌরাসিয়া কর্মসূত্রে বাঁকুড়ায় থাকেন। বড়জোড়া রায় কলোনিতে বাড়ি ভাড়া নিয়ে থাকেন তিনি।
সোমবার তাঁরই দুই ছেলে সোনু ও সানি বন্ধুদের সঙ্গে রং খেলার পর দামোদরে স্নান করতে যায়। কৃষ্ণনগরের শ্মশান ঘাটে স্নান করতে যায় তারা। প্রায় ৯ জন একসঙ্গে গিয়েছিল স্নান করতে। সেখানে কোনওভাবে জলের তোড়ে দুই ভাই ডুবে যায় বলে খবর। প্রাথমিকভাবে সামনে থাকা লোকজন উদ্ধারকাজে নামে। পরে খবর পেয়ে বড়জোড়া থানার পুলিশও যায়। তারাই দেহ দু’টি উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। পর পর দুই ভাইয়ের দেহ উদ্ধারের খবর বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়েন বাড়ির লোকজন।
একই ঘটনা ঘটে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরেও। পানিহাটিতে রং খেলে গঙ্গায় স্নান করতে গিয়েছিল বন্ধুরা। চার কিশোর তলিয়ে যায়। একজন কোনওমতে উঠে এলেও তিনজনের এখনও কোনও খোঁজ নেই। সোমবারের ঘটনায় মঙ্গলবার সকালেও তল্লাশি চলছে গঙ্গায়।