২০০ টাকা না পেয়ে ভাঙা মদের বোতল দিয়ে আঘাত শ্রমিককে, চলল গুলি

tista roychowdhury |

Mar 30, 2021 | 9:26 PM

পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। এমনকী কাউকে গ্রেফতারও করা হয়নি। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, এই ঘটনায় জড়িত প্রত্যেকেই একে অপরের পূর্ব পরিচিত।

২০০ টাকা না পেয়ে ভাঙা মদের বোতল দিয়ে আঘাত শ্রমিককে, চলল গুলি
প্রতীকী চিত্র

Follow Us

দক্ষিণ ২৪ পরগনা: টাকা নিয়ে বচসার জেরে শ্রমিককে ভাঙা মদের বোতল দিয়ে আঘাত করে, গুলি চালিয়ে জখম (injured) করার অভিযোগ স্থানীয় যুবকদের বিরুদ্ধে। উত্তপ্ত বসিরহাটের ইতিণ্ডা গ্রাম।

আহত বছর ছাব্বিশের শ্রমিক আক্তারুল গাজির অভিযোগ, মঙ্গলবার ভোররাতে, পরিচিত স্থানীয় কিছু যুবক তাঁর কাছে এসে ২০০ টাকা চায়। আক্তারুল জানান, তাঁর কাছে টাকা নেই। কিন্তু বারবার বলা সত্ত্বেও ওই যুবকরা ঠায় দাঁড়িয়ে থেকে টাকা চাইতে থাকে। এই নিয়ে ক্রমশ দুই পক্ষের মধ্যে বচসা বাড়তে শুরু করলে আচমকা মদের বোতল ভেঙে সেই বোতল দিয়ে আক্তারুলকে বেধড়ক মারতে শুরু করে ওই যুবকরা।

সেই সময়, আক্তরুলের সহকর্মী ও বন্ধু মোতাবেল মণ্ডল এর প্রতিবাদ করায় তাঁকেও মারধর করে ওই যুবকেরা। এমনকী ছররা গুলিও চালায়। সেই গুলিতেই আঘাত (injured) পান মোতাবেল। গোলাগুলি ও মারধরের আওয়াজে স্থানীয়রা বাইরে বেরিয়ে এলে ওই যুবকের দল চম্পট দেয়। স্থানীয়রাই রক্তাক্ত মোতাবেল ও আক্তারুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। এমনকী কাউকে গ্রেফতারও করা হয়নি। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, এই ঘটনায় জড়িত প্রত্যেকেই একে অপরের পূর্ব পরিচিত। পাওনা টাকার সমস্যা নাকি ব্যবসায়িক বিবাদের জের বা তোলাবাজির ঘটনা কি না তা তদন্ত করে দেখছে বসিরহাট থানার পুলিশ।

আরও পড়ুন: নুসরতের রোড শো থেকে উড়ে এল ইট, প্রচার সেরে ফেরার সময় আহত অশোক দিন্দা

 

 

Next Article