ঘর ভাঙল মন্ত্রীর! গোলাম রব্বানির দুই ভাই যোগ দিলেন বিজেপিতে

সুমন মহাপাত্র | Edited By: ঋদ্ধীশ দত্ত

Nov 30, 2020 | 11:27 AM

বিজেপিতে যোগ দিলেন শ্রম দফতরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানির (Gulam Rabbani)দুই ভাই।

ঘর ভাঙল মন্ত্রীর! গোলাম রব্বানির দুই ভাই যোগ দিলেন বিজেপিতে
ছবি- টুইটার

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: রাজ্যে যেন দলবদলের হিড়িক পড়েছে। একের পর এক তৃণমূল (TMC) নেতা বিজেপি শিবিরে যাচ্ছেন। এবার ঘর ভাঙল খোদ রাজ্যের মন্ত্রীর। বিজেপিতে যোগ দিলেন শ্রম দফতরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানির (Gulam Rabbani)দুই ভাই।

শনিবার ইসলামপুরের (Islampur) জনসভা থেকে বিজেপির পতাকা তুলে নেন রব্বানির ভাই গোলাম সারেবর ও গোলাম হায়দার। জনসভায় উপস্থিত ছিলেন বিজেপি নেতা অরবিন্দ মেনন, রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী-সহ আরও অনেক বিধায়ক ও সাংসদ।

আরও পড়ুন: রামচন্দ্রকে অপমান করছে বিজেপি, তোপ স্বপন দেবনাথের

বিজেপিতে যোগ দিয়েই কাটমানি ও তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে তোপ দেগেছেন মন্ত্রীর ভাই। তবে দুই ভাইয়ের বিজেপিতে যাওয়ায় মোটেই বিচলিত নয় জেলা তৃণমূল নেতৃত্ব। শাসকদলের দাবি, দুই ভাই আগে থেকেই গোলাম রব্বানির (Gulam Rabbani) বিরোধিতা করে। তৃণমূলের কোনও পদেও নেই তাঁরা। তাই তাঁদের বিজেপি যোগদান করায় দলের কোনও ক্ষতি হবে না। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দুই ভাইয়ের বিজেপিতে আসায় সে জেলার সংখ্যালঘু ভোট বিজেপির দিকে আসলেও আসতে পারে।

Next Article