Fire : জাতীয় সড়কে দাউদাউ করে জ্বলছে আস্ত ভুট্টা বোঝাই লরি, কাছেই গ্যাসের প্ল্যান্ট থাকায় তীব্র আতঙ্ক এলাকায়

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Dec 27, 2022 | 12:08 AM

Fire : রায়গঞ্জ থেকে দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। দমকলের প্রায় ১ ঘন্টার প্রচেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে।

Fire : জাতীয় সড়কে দাউদাউ করে জ্বলছে আস্ত ভুট্টা বোঝাই লরি, কাছেই গ্যাসের প্ল্যান্ট থাকায় তীব্র আতঙ্ক এলাকায়

Follow Us

রায়গঞ্জ: জাতীয় সড়কে দাউদাউ করে জ্বলছে ভুট্টা বোঝাই লরি। এদিকে যে জায়গায় ঘটনাটি ঘটেছে তার পাশেই রয়েছে একটি গ্যাসের প্ল্যান্ট। আর তাতেই আরও বাড়ে আতঙ্ক। ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর যায় পুলিশে (Police)। ছুটে আসে দমকল। শেষে দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সোমবার রাতে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে রায়গঞ্জের পানিশালা এলাকায়। সূত্রের খবর, এদিন রায়গঞ্জের শীতগ্রাম এলাকার কাছে ১২ নম্বর জাতীয় সড়কে একটি ভুট্টা ভর্তি লরিতে আচমকা আগুন লেগে যায়। লরিতে প্রায় ২৫ টন ভুট্টা ছিল বলে জানা যাচ্ছে। দূর থেকেই মাঝ রাস্তায় জ্বলতে থাকা আগুন দেখতে পান আশেপাশের এলাকার মানুষেরা। 

মুহূর্তেই ওই এলাকায় ছুটে আসেন বহু মানুষ। তবে আগুনের ভয়াবহতা দেখে চমকে যান তাঁরা। তাঁরাই খবর দেন পুলিশে। দ্রুত খবর দেওয়া দমকলেও। রায়গঞ্জ থেকে দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। দমকলের প্রায় ১ ঘন্টার প্রচেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। তবে লরিটিতে থাকা ভুট্টা সহ সম্পূর্ণ গাড়িটি পুড়ে যাওয়ায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে।

ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা সোলেমান আলি বলেন, “দূর থেকে দেখি দাউদাউ করে জ্বলছে একটা লরি। আমরা যখন দৌড়ে এলাম তখনও নেভেনি আগুন। এদিকে ড্রাইভার দাঁড়িয়েছিল পাশে। আমরা তাঁর কাছে কী করে আগুন লাগল জানতে চাই। তখন ড্রাইভার বলে নিজের থেকেই নাকি আগুন লেগে গিয়েছে। তারপরেই আমরা দমকল ও থানায় খবর দিই। এদিকে সামনেই গ্যাসের প্ল্যান্ট রয়েছে। তারফলে আমরা খুব ভয় পেয়ে যাই। অবশেষে আধ ঘণ্টা পরে দমকলের কর্মীরা এসে আগুন নেভান।” 

Next Article