North Dinajpur: ‘বাবা ডেকেছে’ বলে স্কুলের সামনে থেকে তৃতীয় শ্রেণির পড়ুয়াকে অপহরণের চেষ্টা! থানায় অভিযোগ
North Dinajpur: গত কয়েকদিন ধরে শহর কলকাতা থেকে শুরু করে পার্শ্ববর্তী এলাকা, জেলার স্কুলগুলিতেও একটি আতঙ্ক ছড়িয়েছে। এক অভিভাবকের ভাইরাল অডিও ক্লিপ স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে ঘোরাফেরা করছে।

উত্তর দিনাজপুর: স্কুলের সামনে থেকে তৃতীয় শ্রেণির এক ছাত্রকে অপহরণের চেষ্টা। রায়গঞ্জের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সামনে এই ধরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। আতঙ্কিত ছাত্রের পরিবার রায়গঞ্জ থানার দ্বারস্থ। ওই ছাত্রের বাবা রায়গঞ্জের রমেন্দ্রপল্লির বাসিন্দা। তিনি পেশায় ব্যবসায়ী। তাঁর ছেলে রায়গঞ্জের তেলঘানি মোড় এলাকায় একটি নামী বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে তৃতীয় শ্রেণির ছাত্র।
পরিবারের দাবি, গত ৭ ই সেপ্টেম্বর স্কুল ছুটির পর স্কুল গেটের সামনে দাঁড়িয়েছিল। সে সময়ে একজন অচেনা ব্যক্তি তাকে এসে বলে, বাবা নিতে পাঠিয়েছে। কিন্তু ওই শিশু যেতে রাজি হয়নি। অভিযোগ, ওই ব্যক্তি ছাত্রের আইকার্ডও নিয়ে নেয় বলে অভিযোগ। কোনও রকমে আই কার্ড ছিনিয়ে নিয়ে দৌড়ে পুলকারে উঠে যায় ওই পড়ুয়া।
এরপর ১৪ তারিখ বৃহস্পতিবার রায়গঞ্জ থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ওই ছাত্রের বাবা। ওই ছাত্রের মা হাইস্কুলের শিক্ষিকা। ঘটনার পর তিনি ভীষণভাবে আতঙ্কিত। অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষকে আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। যদিও এই বিষয়ে আলোচনা করে উপযুক্ত পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন স্কুলের প্রিন্সিপাল।
গত কয়েকদিন ধরে শহর কলকাতা থেকে শুরু করে পার্শ্ববর্তী এলাকা, জেলার স্কুলগুলিতেও একটি আতঙ্ক ছড়িয়েছে। এক অভিভাবকের ভাইরাল অডিও ক্লিপ স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে ঘোরাফেরা করছে। ওই অডিও ক্লিপেই শোনা গিয়েছে, এক অভিভাবক তাঁর সন্তানকে অপহরণের চেষ্টা হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। তিনিও স্কুলের প্রিন্সিপ্যালকে বিষয়টি জানিয়েছিলেন। কিন্তু সেই অভিভাবকের সন্তান কোন স্কুলে পড়ে, কিংবা তিনি আদৌ এ বিষয়ে কোনও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন কিনা, তা স্পষ্ট নয়। তবে গত কয়েকদিনে শিলিগুড়ি, জলপাইগুড়িতে এই ধরনের অভিযোগ সামনে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।