North Dinajpur: পরকীয়ার ‘অপরাধে’ মহিলার চুল, চোখের ভ্রু কেটে দেওয়ার অভিযোগ
North Dinajpur: স্থানীয় সূত্রে দাবি করা হচ্ছে, প্রায় জনা শতেক লোক নিয়ে মহিলার বাড়িতে চড়াও হয়েছিল ওই ব্যক্তির বাড়ির লোকেরা। অনেকের হাতে অস্ত্র-শস্ত্রও ছিল বলে দাবি করা হচ্ছে।

করণদিঘী: আবারও এক মধ্যযুগীয় বর্বরতা বাংলায়? বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এক মহিলার মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ। শুধু তাই নয়, মহিলার চোখের ভ্রু-ও কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের করণদিঘী ব্লকে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ঘটনাটি করণদিঘীর আলতাপুর-১ গ্রাম পঞ্চায়েতে। সেখানকার এক গৃহবধূর সঙ্গে পাশের লাহুতাড়া গ্রাম পঞ্চায়েতের এক বিবাহিত ব্যক্তির পরকীয়া সম্পর্ক ছিল বলে জানাচ্ছেন এলাকাবাসীদের একাংশ। সেই সূত্র ধরেই ওই ব্যক্তির পরিবারের লোকজন চড়াও হয় মহিলার বাড়িতে। স্থানীয় সূত্রে দাবি করা হচ্ছে, প্রায় জনা শয়ে’ক লোক নিয়ে মহিলার বাড়িতে চড়াও হয়েছিল ওই ব্যক্তির বাড়ির লোকেরা। অনেকের হাতে অস্ত্র-শস্ত্রও ছিল বলে দাবি করা হচ্ছে।
অভিযোগ উঠছে, ওই ব্যক্তির বাড়ির লোকেরা মহিলাকে বেধড়ক মারধর করে। রাস্তায় ফেলে মহিলাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, মহিলার মাথার চুল ও চোখের ভ্রু-ও কেটে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এরপর বাড়িতে একপ্রকার তাণ্ডব চালায় তারা। খাট, ফ্রিজ, আলমারি-সহ বিভিন্ন জিনিসপত্র লুঠ করে নেওয়া হয়েছে বলে অভিযোগ। হামলার সেই ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যদিও তার সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা। এদিকে ঘটনার পর ওই মহিলার পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। আপাতত তিনি রায়গঞ্জ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে পরিবারের তরফে ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশকর্মীরাও তদন্ত শুরু করেছেন। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন করণদিঘী থানার পুলিশকর্মীরা। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছিল উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দকুমার মীনার সঙ্গেও। বিষয়টি নিয়ে অবগত তিনিও। বলছেন, পুলিশ পদক্ষেপ করছে এবং বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। প্রশাসন আইনানুগ পদক্ষেপ করছে বলেও আশ্বস্ত করছেন তিনি। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বেশ শোরগোল পড়ে গিয়েছে। স্তম্ভিত এলাকাবাসীরা। এর আগে এই তল্লাটে এমন কোনও ঘটনা ঘটেনি বলেই দাবি তাঁদের।
