তৃণমূলের গুন্ডাদের পাতাল থেকে খুঁজে এনে জেলে ভরব, শাহি হুঙ্কার হেমতাবাদে
অমিত শাহ বলেন, "দিদির সবসময় একটাই চিন্তা ভাইপো। আমার অভিষেক কবে মুখ্যমন্ত্রী হবে, আমার অভিষেক কবে মুখ্যমন্ত্রী হবে!"
উত্তর দিনাজপুর: পাতাল থেকে খুঁজে এনে দিদির গুন্ডাদের জেলে ভরা হবে। সোমবার হেমতাবাদের জনসভা থেকে হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, রাজ্যজুড়ে হিংসা-অপশাসনের রাজত্ব চলছে। তাঁর কটাক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায় গরিব কল্যাণের তুলনায় ভাইপো কল্যাণে ব্রতী। সে কারণেই রাজ্যজুড়ে গুন্ডারাজের তোষণ করছেন তৃণমূল সুপ্রিমো। তবে ২ মে-এর পর এসবের অবসান হবে বলেও এদিন শুনিয়ে যান শাহ।
হেমতাবাদে এবার বিজেপির প্রার্থী প্রয়াত বিজেপি নেতা দেবেন্দ্রনাথ রায়ের স্ত্রী চন্দ্রিমা রায়। সেই দেবেন্দ্রনাথ, যাঁর বাড়ি থেকে সামান্য দূরে উদ্ধার হয়েছিল ঝুলন্ত দেহ। এদিন অমিত শাহ সে প্রসঙ্গ তুলে বলেন, “বাংলায় দিদি যে হিংসা ছড়িয়েছেন তার শিকার হয়েছিলেন আমাদের দেবেন্দ্রনাথ রায়। তাঁর স্ত্রী এবার লড়াইয়ের ময়দানে। দিদির গুন্ডারা দেবেন্দ্রনাথকে হত্যা করেছে। ঝুলিয়ে দিয়েছে। অথচ আজ অবধি কেউ গ্রেফতার হননি। এভাবে আমাদের বহু কার্যকতাকে মারা হয়েছে।” এরপরই শাহি হুঙ্কার “দিদি আপনার গুন্ডারা কি ভাবে কেউ কিছু করার নেই? আমি আজ এখান থেকে বলে যাচ্ছি, তৃণমূলের গুন্ডারা কান খুলে শুনে নাও ২ তারিখ দিদির সরকার যাচ্ছে। গুন্ডারা পাতালে লুকিয়ে থাকলেও জমি ফুঁড়ে খুঁজে এনে জেলে ভরব।”
আরও পড়ুন: শীতলকুুচি নিয়ে চাঞ্চল্যকর তথ্য, ওয়েব কাস্টিং হয়নি ১২৬ নম্বর বুথে
একইসঙ্গে মমতার ‘ভাইপো প্রীতি’ নিয়েও তীব্র কটাক্ষ করেন অমিত শাহ। বলেন, “দিদির সবসময় একটাই চিন্তা ভাইপো। আমার অভিষেক কবে মুখ্যমন্ত্রী হবে, আমার অভিষেক কবে মুখ্যমন্ত্রী হবে, সব সময় দিদির মাথায় তা ঘোরে। গরীবের উন্নয়ন নিয়ে ওনার কোনও মাথা ব্যথা নেই। মোদীজীর চিন্তা বাংলার গরীব, দিদির চিন্তা ভাইপো।” রাজ্যে বিজেপি সরকার এলে মানুষের উন্নয়নই শেষ কথা হবে বলে এদিন প্রতিশ্রুতি দেন তিনি।