রায়গঞ্জ: তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় শো-এর অডিশন সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্ত। জানা যাচ্ছে, যে স্কুল মাঠে অনুষ্ঠানের অডিশনের ব্যবস্থা করা হয়েছিল, সেই স্কুলের প্রধান শিক্ষক সহ শিক্ষাকর্মীদের একাংশের আপত্তির জেরেই সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে এই শো-এর অডিশন। সংশ্লিষ্ট স্কুলের তরফে বেসরকারি ওই চ্যানেলের কর্তৃপক্ষকে জানানো হয়েছে, আরজি কর-এর ঘটনায় যখন শোকে বিহ্বল গোটা দেশ, সেই মুহূর্তে এই ধরনের বিনোদনমূলক শো হোক স্কুল মাঠে তা তাঁরা চান না। স্কুলের সেই সিদ্ধান্তে সায় দিয়েই শো-এর অডিশন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।
জানা যাচ্ছে, উত্তর দিনাজপুরের রায়গঞ্জে করোনেশন হাইস্কুলের মাঠে হওয়ার কথা ছিল রচনার জনপ্রিয় একটি শো ও আরও একটি অনুষ্ঠানের শ্যুটিং। তবে বিষয়টি নিয়ে প্রধান শিক্ষক চিঠি দেন সংশ্লিষ্ট ওই বেসরকারি চ্যানেলটিকে। যেখানে লেখা হয়, সারা দেশ যখন আরজি করের ঘটনায় হতবাক হচ্ছে। পথে নেমে প্রতিবাদ করছে, সেই সময় দাঁড়িয়ে আমাদের হয় এই অনুষ্ঠানের অডিশনগুলি সাময়িকভাবে বন্ধ রাখা উচিৎ।
এ প্রসঙ্গে ওই স্কুলেরই এক শিক্ষিকা আবার ফেসবুকে পোস্ট করেন। তিনি লেখেন, “বলাই চলে নৈতিক জয় আমাদের। প্রতিবাদী মেয়েদের চাপে কার্যত বেসরকারি চ্যানেলের কর্তৃপক্ষ বাধ্যই হলেন এই শো-এর অডিশন বন্ধ করতে।” যদিও, চ্যানেলের তরফে নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে লেখা হয়েছে, “অনিবার্য কারণে রায়গঞ্জের দুটি শো-এর অডিশন স্থগিত রাখা হয়েছে।”