রায়গঞ্জ: জাতীয় সড়কে দুর্ঘটনা। প্রাণে মেরে ফেলার চক্রান্তের আশঙ্কা প্রকাশ করলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক তথা অসীম সরকার। মঙ্গলবার বিকেলে উত্তর দিনাজপুরের কানকি ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করলেন তিনি।
এনিয়ে অসীম বাবু বলেন, ‘গত পরশুদিন আমরা গান গেয়ে রাত বারোটার পর ফিরছিলাম। সেই সময় একটি ট্রাক এসে ধাক্কা মারে। কয়েকজন পুলিশও আক্রান্ত হয়।’ এরপর না করে শাসক দল তৃণমূলের উদ্দেশে খোঁচা মেরে তিনি বলেন, ‘উচিৎ কথা বললেই রাগ বেশি হয়। রাজনীতিতে যারা চুরি করে, কাটমানি খায়, মানুষের ভোটাধিকার কেড়ে নেয় তাদের বিরুদ্ধে যারা প্রতিবাদ করে তাঁদেরই মেরে ফেলার চক্রান্ত করা হয়। আমি তো গানের মাধ্যমে প্রতিবাদ করি সবসময়। তাই এর বিশেষ ভাবে তদন্ত হওয়া উচিৎ বলেই আমি মনে করি।’
বস্তুত, গত রবিবার উত্তর দিনাজপুরের ইসলামপুরে কবি গানের একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন বিধায়ক। সেই অনুষ্ঠান শেষ করে রবিবার রাত্রিবেলা কলকাতা ফিরছিলেন তিনি। তখনই বাংলা-বিহার সীমান্তে কানকি এলাকায় তাঁর গাড়ি খারাপ হয়ে যায়। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই কানকি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেই সময় একটি লরি সজোরে ধাক্কা মারে পরপর দু’টি গাড়িতে। প্রথমে পুলিশের গাড়িতে তারপর অসীমবাবুর গাড়িতে। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। গোটা ঘটনায় দুই পুলিশকর্মীর আহত হওয়ার খবর মিলেছে।
জানা গিয়েছে, অসীমবাবু ছাড়াও তাঁর দু’জন সহ শিল্পীও দুর্ঘটনায় আহত হয়েছেন। শেষ পাওয়া খবর অনুযায়ী তাঁদের প্রত্যেককে উন্নত চিকিৎসার জন্য শিলিগুড়ি নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় বিজেপি এক নেতা বলেন, ‘কলকাতা ফেরার পথে মাঝরাস্তায় গাড়ি খারাপ হয়ে যায়। তখন গাড়িটি সারানোর জন্য দাঁড় করায় গাড়ির চালক। সেই সময় একটি ট্রাক সজোরে এসে ধাক্কা মারে ওই গাড়িতে। সেই সময় গাড়ির ভিতর যাঁরা-যাঁরা ছিলেন প্রত্যকেই কম বেশি আহত হয়েছেন।’