AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Blast Case: ডাক্তারি ছাত্রের মুক্তি, নিসারের পরিবারে ফিরল স্বস্তি

Blast Case: যাহ নিসারের মুক্তিতে স্বস্তি ফিরল পরিবারে। দিল্লি বিস্ফোরণের ঘটনায় অভিযুক্তদের মধ্যে কেউ তাঁর বন্ধু ছিলেন বলে জানা গিয়েছে। যাঁর সঙ্গে প্রায় বছর খানেক আগে তাঁর কথা হয় বলে দাবি। আর তাঁকে জিজ্ঞাসাবাদের পর অসঙ্গতি না মেলায় মুক্ত করা হয়েছে বলে জানান নিসারের পরিবার।

Blast Case: ডাক্তারি ছাত্রের মুক্তি, নিসারের পরিবারে ফিরল স্বস্তি
নিসারের পরিবারImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 15, 2025 | 7:35 PM
Share

শিলিগুড়ি: জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হল যাহ নিসার আলমকে। বৃহস্পতিবার উত্তর দিনাজপুরে আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। তারপর তাঁকে ছেড়ে দেন তদন্তকারীরা। সূত্রের খবর, আপাতত শিলিগুড়িতে আছেন ওই ব্যক্তি। পরে বাড়িতে ফেরানো হবে তাঁকে।

যাহ নিসারের মুক্তিতে স্বস্তি ফিরল পরিবারে। দিল্লি বিস্ফোরণের ঘটনায় অভিযুক্তদের মধ্যে কেউ তাঁর বন্ধু ছিলেন বলে জানা গিয়েছে। যাঁর সঙ্গে প্রায় বছর খানেক আগে তাঁর কথা হয় বলে দাবি। আর তাঁকে জিজ্ঞাসাবাদের পর অসঙ্গতি না মেলায় মুক্ত করা হয়েছে বলে জানান নিসারের পরিবার।

উত্তর দিনাজপুরের সূর্যাপুর বাজার এলাকা থেকে এনআইএ ওই ডাক্তারি পড়ুয়াকে আটক করে। নিসার হরিয়ানার আলফলাহ বিশ্ববিদ্যালয়ে এমবিবিএসের ছাত্র। শুক্রবার ভোরে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)-র বিশেষ টিম সূর্যাপুর বাজার চত্বর থেকে তাঁকে আটক করে।

পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যাহ নিশারের আদি বাড়ি লুধিয়ানায় হলেও তাঁর পৈতৃক বাড়ি উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার অধীনে কোনাল গ্রামে। তাঁর বাবা তৌহিদ আলম কর্মসূত্রে কয়েক দশক আগে লুধিয়ানায় গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তবে পরিবারটির সঙ্গে কোনাল গ্রামের আত্মীয়দের যোগাযোগ আজও বজায় আছে। দুই দিন আগে এক আত্মীয়ের বিয়েতে যোগ দিতে যাহ নিশার তাঁর মা ও বোনকে নিয়ে কোনাল গ্রামে যান। দিল্লি বিস্ফোরণের দিন রাতেই তাঁরা ট্রেনে চাপেন। তুতো ভাইয়ের বিয়ে উপলক্ষে গ্রামে ফিরেছিলেন তাঁরা।

এই ঘটনায় তাঁর পরিবারের সদস্যদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ে। আত্মীয়রা দাবি, করেন ঘটনার সঙ্গে নিসারের কোনও যোগ নেই। অবশেষে মুক্তির খবরে স্বস্তি ফিরেছে পরিবারে।