
উত্তর দিনাজপুর: গোপন সূত্রে খবর আগেই ছিল। সেই মতো সতর্ক হয়ে গিয়েছিলেন বিএসএফ জওয়ানরা। একটা আওয়াজ হচ্ছিল। তারপর তৎপর হন তাঁরা। এরপরই আর বুঝতে বাকি থাকেনি কারও। প্রায় তিনশো বোতল মাদক উদ্ধার করল আধা সেনা।
ঘটনাটি ঘটেছে কিষানগঞ্জ সেক্টরে। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে কর্তব্যরত বিএসএফ আধিকারিকরা তল্লাশি চালাতেই উদ্ধার করেন ৩০০ বোতল ফেনসিডিল। যার বাজারমূল্য আনুমানিক ৬৭ হাজার ৮০৬ টাকা।
বিএসএফ সূত্রে খবর, অভিযুক্ত বাংলাদেশি পাচারকারীরা ভারতীয় পাচারকারীদের সহযোগিতায় ভারত-বাংলাদেশ সীমান্তে পাচারের চেষ্টা চালাচ্ছিল। সেই খবর বিএসএফ-এর কাছে থাকায় তৎপর হন তাঁরা। আর জওয়ানদের আসতে দেখেই লুকিয়ে পড়েন অভিযুক্তরা। কেউ আবার পালিয়ে যান। পাচারকারীরা ধরা না পরলেও এত টাকার মাদক উদ্ধার, নিতান্তই বিএসএফ-এর সাফল্য বলাই যায়। উল্লেখ্য, এর আগেও অনুপ্রবেশ ইস্যুতে কড়া ছিল বিএসএফ। উত্তর দিনাজপুরের রাজগঞ্জ সেক্টরে তিন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পাকড়াও করেন বিএসএফ জওয়ানরা।পরবর্তীতে তাঁদের জিজ্ঞাসাবাদ করে পরিচয় জানতে পারা যায়। ধৃতদের মধ্যে একজন হলেন মহিনুর মোল্লা। বাড়ি যশোরে। অপর দু’জন হলেন শিয়াজগঞ্জের বাসিন্দা বাপি রায় ও মিঠু প্রশান্ত রায়। এদের কাছ থেকে মোবাইল ফোন, কানের দুল, হাতের আঙটি, বাংলাদেশি টাকা ও ভারতের নকল আধার কার্ড উদ্ধার হয়েছে। আজ ধৃতদের ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে বিজিবি-র হাতে তুলে দেওয়া হয়েছে। এরপর এই ঘটনা নিতান্তই চাঞ্চল্যকর।