রায়গঞ্জ: হাসপাতাল চত্বর। গাছ-গাছালিতে ভরা। রয়েছে একটি লিচু গাছ। ঠিক তার ফাঁকেই দাঁড়িয়ে এক যুবক ও এক মহিলা। চলছে ভাব-বিনিময়। রোগীর পরিজনদের দাবি, দু’জনেরই বিবাহ বহির্ভূত সম্পর্ক। একাধিকবার তাঁদের সরে যেতে বললেও নাকি ওই যুগল সরে যায়নি। পরে সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখতেই ছুট।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের ঘটনা। সেখানে পুলিশ মর্গের সামনে হঠাৎ যুগলের পরকীয়ার দৃশ্য সামনে এল। অন্তত এমনটাই অভিযোগ। মর্গের গেটের পাশে লিচু গাছের নিচে মোটর বাইক দাঁড় করিয়ে তাতেই চলছে ভাব বিনিময়। যুগলকে একাধিকবার সরে যেতে বললেও তাঁরা স্থান পরিত্যাগ করেননি। পরে টিভি নাইন বাংলার ক্যামেরা দেখেই দে ছুট। যেতে-যেতে যুবকের দাবি তাঁরা বিহার থেকে এসেছেন।
কিন্তু এখানে কেন? কোনও প্রশ্নের জবাব না দিয়েই বাইকে চড়ে সজোরে এলাকা ছেড়ে পলায়ন যুগলের। মেডিক্যাল চত্বরে এহেন দৃশ্য দেখে কার্যত হতবাক সকলেই। স্থানীয় বাসিন্দা বলেন, ‘কোনও ছেলে কাউকে নিয়ে আসছে। নোংরা ব্যবহার করছে। এটা কি ঠিক? হাসপাতালের মধ্যে এই সব করা কি ঠিক? আমরা দেখছি কারোর বউকে নিয়ে এসে হাত-পা টেপাটেপি করছে। নোংরা ব্যবহার করছে। প্রচুর মানুষ যন্ত্রণা নিয়ে আসছেন। সেই যন্ত্রণার মধ্যে কি এইসব করা ঠিক হচ্ছে?’