উত্তর দিনাজপুর: সামনেই পুরোভোট। আস্তে আস্তে নিজেদের গুঁটি সাজাতে শুরু করেছে প্রত্যেকটি দল। তবে দিনক্ষণ এখনও ঘোষনা হয়নি। অথচ তার আগেই ইসলাম পুরে বেরিয়ে গেল তৃণমূল প্রার্থী তালিকা। নেট মাধ্যমে ভাইরাল হওয়ার পরই টনক নড়ে সকলের। দেখা যায় ভুয়ো ওই তালিকায় নাম রয়েছে জেলা সভাপতির। ঘটনায় রীতিমত কটাক্ষ করতে শুরু করেছে গেরুয়া শিবির। রাজনৈতিক চাপানুতোর জেলাজুড়ে।
পুর নির্বাচনের আগেই প্রার্থী তালিকা নিয়ে বিভ্রান্তি ছড়ালো ইসলামপুরে। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এই তালিকা। জেলা তৃণমুলের সেই লেটার হেডে রয়েছে জেলা সভাপতির স্বাক্ষরও। যদিও, সইটি তাঁর বললেও বিষয়টিকে ভুয়ো বলে দাবি করেছেন তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। তাঁর দাবি, কেউ বা কারা ভুয়ো এই তালিকা বানিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। আবার ওই লিস্টে থাকা বেশ কয়েকজন তৃণমূ লেই নেই বরং অন্য দলের সদস্য বলে তাঁর দাবি।
এদিকে স্যোশাল মিডিয়ায় ইসলামপুর পৌরসভার মোট ১৭ টি ওয়ার্ডের প্রার্থীদের নামের তালিকা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। বিষয়টি নজরে আসতেই খোঁজখবর নেওয়ার পাশাপাশি ইসলামপুর থানায় অভিযোগ জানিয়েছেন কানাইয়লাল আগরওয়াল।
তিনি জানিয়েছেন, পার্থ মজুমদার নামে একটি ফেসবুক অ্যাকাউন্টে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের এর লেটার হেডে ইসলামপুর পৌরসভার ১৭ টি ওয়ার্ডের কাউন্সিলরের এর নাম ঘোষণা করা হয়েছে। তাঁর সই জাল করে অন্য কেউ এই কাজ করে সোশাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছে।
এদিকে এই ঘটনায় তীব্র কটাক্ষ করেছে গেরুয়া শিবির। বিজেপির দাবি, ইসলামপুর পৌর এলাকায় নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ তৃণমূল পরিচালিত পুরবোর্ড। আর তা ঢাকতেই মুলত এসব চক্রান্ত চলছে তৃণমূলের অন্দরেই।
এই ঘটনা জানাজানি হতেই নড়েচড়ে বসেছেন জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। তিনি জানিয়েছেন দলের কেউ এরকম করে থাকলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এবং প্রয়োজনে তাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হবে।তবে আচমকা এই ঘটনায় ঘাসফুল শিবির যথেষ্টই অস্বস্তিতে পড়েছে সেটা স্পষ্ট।