
ইসলামপুর: শীতের সন্ধ্যা। রাতের খাওয়া সেরে লেপ গায়ে চাপিয়ে খাটে ঘুমিয়ে পড়েছিলেন বছর দশেকের মেয়েটা। সে সময় বাবা গিয়েছিলেন কোনও এক কাজে। মা অন্য ঘরে ছিলেন। আচমকাই ঘরে হুড়মুড়িয়ে ঢুকে পড়েছিলেন কয়েকজন। নাবালিকার বাবার নাম ধরে ডাকতে শুরু করেন। কিন্তু নাবালিকার ঘুম তাতে ভাঙেনি। আচমকাই গুলি! নাবালিকাকে লক্ষ্য করে গুলি! ছররা বন্দুকের গুলি ফুঁড়ে যায় নাবালিকার বুক। মেয়ের আর্তনাদ শুনতে পেয়ে ছুটে আসেন মা!
বিছানা তখন রক্তে ভেজা, রক্তাক্ত মেয়ে। আততায়ীরা ততক্ষণে চম্পট দিয়েছেন। ভয়ঙ্কর ঘটনা উত্তর দিনাজপুরের ইসলামপুরের মাটিকুন্ডা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে। হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ ওস্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার এক বাসিন্দার জমি নিয়ে সমস্যার সূত্রপাত। জানা যাচ্ছে, ১ শতক জমি দখলকে কেন্দ্র করেই দুপক্ষের মধ্যে ঝামেলা চলছিল। শনিবার সন্ধ্যায় ওই নাবালিকার বাবার খোঁজ করতে এসে তাঁকে না পেয়ে মেয়েকে লক্ষ্য করেই গুলি চালায় বলে অভিযোগ। তাতেই মৃত্যু হয় নাবালিকার।
এই ঘটনার পর তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। কেন বাবাকে না পেয়ে মেয়েকে গুলি? নাকি নাবালিকার ওপরেই পুরনো কোনও আক্রোশ ছিল, সে বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ।