Islampur Missing Boy: উল্টো করে বিদ্যুতের শক, তারপর থেকেই নিখোঁজ! খুঁজে পায়নি পুলিশ, ৪৩ দিন পর একাই ফিরে এল ইসলামপুরের নির্যাতিত নাবালক
Islampur Missing Boy: ৪৩ দিন নিখোঁজ থাকার পর নিজে থেকেই গ্রামের বাড়িতে ফিরে এল ওই নাবালক। বুধবার বিকেলে হঠাৎই সে বাড়িতে হাজির হয়। স্বাভাবিকভাবেই খুশি পরিবার। তবে প্রশ্ন উঠছে, এতদিন কোথায় ছিল ওই নাবালক?

ইসলামপুর: মাস দেড়েক আগের ঘটনা। মহেশতলার একটি জিন্সের কারখানায় অমানবিক অত্যাচারের শিকার হয়েছিল এক নাবালক। চুরির সন্দেহে উল্টো করে ঝুলিয়ে তাঁকে বিদ্যুতের শক দেওয়া হয়েছিল। ভাইরাল ভিডিয়ো সামনে আসতেই রাজ্য জুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। মুম্বই থেকে গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত শাহেনশাকে, কিন্তু খোঁজ মিলছিল না ওই নাবালকের। অনেকেই আশঙ্কা করেছিলেন, ওই কিশোরকে হয়তো খুন করে দেওয়া হয়েছে। তবে সেই আশঙ্কা দূর করে নিজে থেকেই বাড়ি ফিরে এল নির্যাতিত কিশোর।
৪৩ দিন নিখোঁজ থাকার পর নিজে থেকেই গ্রামের বাড়িতে ফিরে এল ওই নাবালক। বুধবার বিকেলে হঠাৎই সে বাড়িতে হাজির হয়। স্বাভাবিকভাবেই খুশি পরিবার। তবে প্রশ্ন উঠছে, এতদিন কোথায় ছিল ওই নাবালক? কী করছিল সে? পরিবারের দাবি, কিশোর নিজেই ফিরে এসেছে।
ইসলামপুরের ছয়ঘোরিয়া গ্রামের বাসিন্দা ১৪ বছরের নাবালক, পেটের দায়ে সন্তোষপুরের রবীন্দ্র নগর থানা এলাকায় কারখানায় কাজ করতে এসেছিল দাদার সঙ্গে। সেখানেই গত ৩০ মে, মোবাইল চুরির অপবাদ দিয়ে নৃশংস অত্যাচার করা হয় তাঁর উপরে। বাঁশের খুঁটিতে বেধে মার, উল্টো করে ঝুলিয়ে ইলেকট্রিক শক দেওয়ার ভয়ঙ্কর ভিডিয়ো এসেছিল সামনে। ওই ঘটনার পর থেকেই নিখোঁজ হয়ে গিয়েছিল কিশোর। গ্রামের বাড়ি থেকে শুরু করে কারখানার আশেপাশে, সমস্ত জায়গায় তন্নতন্ন করে খুঁজেও ওই নাবালকের হদিস মেলেনি। অবশেষে বাড়ি ফিরে এল সেই নাবালক।
কিশোর কিছু না বললেও, তাঁর এক আত্মীয়ের দাবি, আকড়াতেই ছিল ওই কিশোর। তাঁকে একজন আটকে রেখেছিল, ঘরের কাজ করাচ্ছিল। সেই নাবালক ফাঁক বুঝে ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু কোন পাড়ায় বা গ্রামে তাঁকে গৃহবন্দি করে রাখাছি, সেই কথা বলতে পারছে না। পুলিশ সূত্রে যানা যাচ্ছে, বাচ্চাটিকে আকড়া মহেশতলা থানা এলাকায় আবার নিয়ে আসা হচ্ছে।
নাবালক ফিরে আসার খবর পেয়েই ভিড় জমান এলাকাবাসীরা। আসে জেলা পুলিশও। নিয়ম মেনে তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশি জেরায় ওই কিশোরের ৪৩দিনের অন্তর্ধান রহস্য কাটবে কি না, তার দিকেই এখন নজর।

