NIA Investigation: ‘সিআইডি-তে ভরসা ছিল না’, NIA তদন্তের নির্দেশের পর জানালেন দাড়িভিটে মৃত ছাত্রদের মায়েরা

Darivit Incident: এনআইএ তদন্তের নির্দেশের পর মৃত ছাত্র রাজেশ সরকারের মা ঝর্ণা সরকার বলেছেন, “আমরা এ বার বিচার পাবই। সিআইডি-র উপর আমাদের কোনও ভরসা ছিল না। পুলিশে গুলি করেছে সিআইডি কী করবে। আমরা এনআইএ তদন্তে খুশি। আমরা চাই দোষীরা শাস্তি পাক।”

NIA Investigation: ‘সিআইডি-তে ভরসা ছিল না’, NIA তদন্তের নির্দেশের পর জানালেন দাড়িভিটে মৃত ছাত্রদের মায়েরা
কান্নায় ভেঙে পড়েছেন মৃত রাজেশ সরকারের মা
Follow Us:
| Edited By: | Updated on: May 10, 2023 | 6:17 PM

রায়গঞ্জ: দীর্ঘ প্রায় পাঁচ বছর বাদে উত্তর দিনাজপুরের দাড়িভিট কাণ্ডে নিহত রাজেশ সরকার ও তাপস বর্মনের মৃত্যুর ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালতের নির্দেশে বিচারের ভরসা পেল নিহতদের পরিবার। দাড়িভিটে মৃত দুই ছাত্রের তদন্তভার এনআইএ-র হাতে দেওয়ায় খুশি মৃত ছাত্রদের পরিবার। আদালত তদন্তের দায়িত্ব এনআইএ-কে দেওয়ার খবর ছড়াতেই মিষ্টি খাইয়ে উদযাপন করলেন বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী। কলকাতা হাইকোর্টের এই নির্দেশে নৈতিক জয় দেখছেন বিজেপির সাংসদ দেবশ্রী চৌধুরী।

২০১৮ সালের ২০ সেপ্টেম্বর। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার দাড়িভিট হাইস্কুলে উর্দু নয়, বাংলা শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলন হয়। আর সেই আন্দোলনেই গুলিবিদ্ধ হয়ে রহস্যজনকভাবে রাজেশ সরকার ও তাপস বর্মন নামে দুই ছাত্রের মৃত্যু হয়। অভিযোগ ওঠে পুলিশের গুলিতেই মৃত্যু হয় দুজনের। মৃত দুই ছাত্রের পরিবার সিবিআই তদন্তের দাবি জানিয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও গিয়েছিল তারা। ঘটনার প্রায় পাঁচ বছর পর আদালতের নির্দেশে তদন্তভার গেল এনআইএর-এর কাছে। এই খবরে খুশি মৃত ছাত্রের পরিবারের লোকেরা।

এনআইএ তদন্তের নির্দেশের পর মৃত ছাত্র রাজেশ সরকারের মা ঝর্ণা সরকার বলেছেন, “আমরা এ বার বিচার পাবই। সিআইডি-র উপর আমাদের কোনও ভরসা ছিল না। পুলিশে গুলি করেছে সিআইডি কী করবে। আমরা এনআইএ তদন্তে খুশি। আমরা চাই দোষীরা শাস্তি পাক।” অন্যদিকে তাপস বর্মণের মা মঞ্জু বর্মণ বলেছেন, “আমার ছেলের মৃত্যুর বিচার হয়নি। এনআইএ আসছে। আশা করি এ বার বিচার পাব। সিআইডি তদন্তে ভরসা পাইনি।”

দাড়িভিট কাণ্ডে এনআইএ তদন্তের নির্দেশ আসতেই বুধবার দুপুরে রায়গঞ্জে বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী। তবে শুধু দাড়িভিট নয়, কালিয়াগঞ্জের নাবালিকার রহস্যমৃত্যু বা মৃত্যুঞ্জয় বর্মণের মৃত্যুকাণ্ডের ঘটনাতেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করানোর পক্ষে সওয়াল করেছেন তিনি। মিষ্টিও বিতরণ করেছেন। আদালতের এই রায় নিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, “কথায় কথায় সিবিআই, এনআইএ। কোথায় থাকে এই সিবিআই, এনআইএ যখন মণিপুর জ্বলে। যখন হাথরস, উন্নাও হয়। তখন কোথায় থাকে। বিজেপি কেন্দ্রীয় এজেন্সি চায়, কারণ এতে তাঁদের পাপ ঢাকা পড়ে যাবে।”