
কালিয়াগঞ্জে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনার প্রতিবাদে ১২ ঘণ্টার বন্ধ বিজেপির। বনধে মিশ্র প্রভাব উত্তরবঙ্গে। রায়গঞ্জে সরকারি বাস চললেও বেসরকারি বাস বন্ধ। রাস্তায় ছোট যানবাহন, টোটো চলে। বাজার কিছু কিছু বন্ধ থাকে। জলপাইগুড়িতে রাস্তাঘাট ফাঁকা। সরকারি বাসের চালকরা হেলমেট পরে বাস চালান। চলে পুলিশি রুট মার্চ। কোথাও কোথায় বিজেপি-তৃণমূল সংঘর্ষের ঘটনা। এক কথায় বনধে বিক্ষিপ্ত অশান্তি হয় উত্তরবঙ্গ জুড়ে
দিনহাটা, ভেটাগুড়িতে বিক্ষিপ্ত অশান্তি। ভেটাগুড়ি বাজারে মন্ত্রী উদয়ন গুহ পৌঁছতেই অদূরে বোমাবাজির অভিযোগ ওঠে। ওই এলাকায় একটি বাড়িতে ভাঙচুরও চালানো হয় বলে অভিযোগ। ভেটাগুড়িতে বনধের ব্যাপক প্রভাব পড়েছিল। মন্ত্রী উদয়ন পৌঁছে দোকানপাট খোলার চেষ্টা করেন। তখনই এলাকায় বোমাবাজি হয়।
এদিকে, কোচবিহারে বনধের বিরোধিতায় আবার তৃণমূলের তরফেও মিছিল বার করা হয়। হাতে দলীয় পতাকা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা।
ফের বাস ভাঙলো কোচবিহারের চাকির মোড়ে। সরকারি বাস ভাঙলো বনধ সমর্থকরা। হঠাৎ করে এসে পাথর ছুড়ে ভাঙে বাস । বাসটি কোচবিহার থেকে দিনহাটা যাচ্ছিল ।
#WATCH | Police detains BJP workers protesting against the alleged murder of a BJP leader and Kaliyaganj rape & murder case, in Cooch Behar district, West Bengal
BJP has called a 12-hour bandh over alleged police brutality against common people in the state pic.twitter.com/59lW1rHL3n
— ANI (@ANI) April 28, 2023
কোচবিহার শহরে পুলিশ ও বিজেপি নেতাদের কর্মীদের মধ্যে ধস্তাধস্তি। বেশ কিছু বিজেপি কর্মী সমর্থকদের টেনে হিঁচড়ে গাড়িতে তুলল পুলিশ । সকাল থেকেই বন্ধের সমর্থনে চলছিল মিছিল । মিছিলের নেতৃত্বে ছিলেন বিধায়ক মালতী রাভা । বহু বিজেপি নেতা কর্মী গ্রেফতার কোচবিহার শহরে ।
জলপাইগুড়ি নেতাজি পাড়া বাস স্ট্যান্ড এলাকায় বন্ধকে ঘিরে করা বিশাল পুলিশি ব্যবস্থা। চলছে রেফ ও পুলিশের টহলদারি। বেসরকারি বাসস্ট্যান্ডের গেট বন্ধ। সরকারি বাস চলাচল স্বাভাবিক। বনধ সমর্থকদের এখনও পর্যন্ত দেখা মেলেনি এই এলাকায়।তবে এ সময় যেসব দোকানপাট খুলে যায় সেগুলোও বন্ধ রয়েছে এলাকায়। তবে সরকারি বাসের চালকরা হেলমেট পরেই এদিন বাস চালাচ্ছেন।
শুক্রবার সকাল থেকেই অসম -বাংলা যোগাযোগকারী ৩১ নম্বর জাতীয় সড়কের কাশিয়াবাড়ি বাজারে পথ অবরোধ বিজেপি কর্মীদের। পাশাপাশি হরিপুর কামাখ্যাগুড়ি সংযোগকারী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপির। সকাল থেকেই বন্ধ দোকানপাট। পাশাপাশি তুফানগঞ্জ শহরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস আটক করে বিক্ষোভ বিজেপি কর্মীদের। বিশাল পুলিশ বাহিনী রাস্তায় নেমেছে।
পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকায় বুলবুলি মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। রাস্তায় বসে পড়ে বিজেপির নেতা কর্মীরা। নেতৃত্বে বিজেপির উত্তর মালদা ব্লক সভাপতি উজ্জ্বল দত্ত। মালদা জেলার মালদা শহর ইংরেজবাজার ছাড়াও গাজোল,হবিবপুর,মানিকচক, ইত্যাদি ব্লকে বনধে ভালো সাড়া মিলেছে। রাস্তায় বিশেষ যান চলাচল নেই, দোকান বাজার বন্ধ। তবে পুলিশও নেমেছে রাস্তায়।
বিজেপির ডাকা উত্তরবঙ্গ বনধের প্রভাব আলিপুরদুয়ারে। বনধ সমর্থনকারীরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণে বাস ডিপো বন্ধ করেছে। দোকানপাট খোলেনি। বেসরকারি বাস চলাচল বন্ধ।
বিজেপির ডাকা বন্ধে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের বাস ভাঙচুর । ভাঙচুর কোচবিহারের খাগড়াবাড়ি এলাকায়। বনধ সমর্থনকারীরা বাসে ঢিল মারে বলে অভিযোগ। কোচবিহার শহরে বনধ সমর্থনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। গ্রেফতার বনধ সমর্থনকারী অনেক বিজেপি কর্মী। কালিয়াগঞ্জে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় বিজেপির ডাকা বনধে প্রভাব পড়েছে তুফানগঞ্জে। বনধের সমর্থনে রাস্তায় বিজেপি কর্মীরা। ৩১ নম্বর জাতীয় সড়কে কাশিয়াবাড়ি বাজারে অবরোধ বিজেপি-র। অবরোধ কামাখ্যাগুড়ির রাস্তাতেও। বন্ধ দোকানপাট। তুফানগঞ্জে উত্তরবঙ্গ পরিবহণ সংস্থার বাস আটকে বিক্ষোভ।