North Dinajpur TMC: গোষ্ঠী সংঘর্ষে তপ্ত রায়গঞ্জ, আক্রান্ত তৃণমূলের অঞ্চল সভাপতি

North Dinajpur TMC: সোমবার রাতে বীরঘই অঞ্চলের ভুপালপুর বুথে তৃণমূল কংগ্রেসের নতুন বুথ কমিটি ঘোষণা করতে গিয়েছিলেন অঞ্চল সভাপতি কৈলাশ চন্দ্র বর্মন-সহ কয়েকজন নেতৃত্ব। ফেরার পথে ভুপালপুর এলাকাতে তৃণমূল কংগ্রেসের অন্য গোষ্ঠী লাঠি সোঁটা নিয়ে তাঁকে আক্রমণ করে বলে অভিযোগ।

North Dinajpur TMC: গোষ্ঠী সংঘর্ষে তপ্ত রায়গঞ্জ, আক্রান্ত তৃণমূলের অঞ্চল সভাপতি
তৃণমূলের গোষ্ঠীকোন্দলে আক্রান্ত
Follow Us:
| Edited By: | Updated on: Jun 06, 2023 | 1:28 PM

উত্তর দিনাজপুর: বুথ কমিটি গঠন নিয়ে রায়গঞ্জের বীরঘই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে তৃণমূলের অঞ্চল সভাপতিকে মারধরের অভিযোগে চাঞ্চল্য ছড়াল। আহত অঞ্চল সভাপতি রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগের তির পঞ্চায়েতের উপ প্রধানের গোষ্ঠীর বিরুদ্ধে। তবে তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্ব মেনে নিলেও এই ঘটনায় তিনি জড়িত নন বলে দাবি করেন উপ প্রধান। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য।

অভিযোগ, সোমবার রাতে বীরঘই অঞ্চলের ভুপালপুর বুথে তৃণমূল কংগ্রেসের নতুন বুথ কমিটি ঘোষণা করতে গিয়েছিলেন অঞ্চল সভাপতি কৈলাশ চন্দ্র বর্মন-সহ কয়েকজন নেতৃত্ব। ফেরার পথে ভুপালপুর এলাকাতে তৃণমূল কংগ্রেসের অন্য গোষ্ঠী লাঠি সোঁটা নিয়ে তাঁকে আক্রমণ করে বলে অভিযোগ। এই ঘটনায় সোমবার মধ্যরাতে আহত অঞ্চল সভাপতিকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। সমস্ত ঘটনা দলের উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে বলেই জানিয়েছেন আক্রান্ত তৃণমূল কংগ্রেস নেতারা৷ ঘটনায় যখম কৈলাশ চন্দ্র বর্মন অবশ্য ক্যামেরার সামনে উপ প্রধানের নাম না তুললেও উপপ্রধানের গোষ্ঠীর বিরুদ্ধেই তাঁকে মারধরের অভিযোগ তোলেন।

অন্যদিকে এই ঘটনায় বীরঘই পঞ্চায়েতের উপপ্রধান রফিকুল আলম এই ঘটনা তৃণমূলেরই দুই গোষ্ঠীর দ্বন্দ্ব বলে স্বীকার করে নিয়েছেন। তবে তিনি এই বিষয়ে কিছু জানেন না, আর বিষয়টি তিনিও উর্ধ্বতন নেতৃত্বকে জানানো হয়েছে বলে তাঁর দাবি।