রায়গঞ্জ : ফের বেপরোয়া গতির শিকার। একটি বাইকে পিছন থেকে এসে ধাক্কা মারে একটি পিক আপ ভ্যান। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের একাংশ জানাচ্ছেন, ঘাতক ওই পিক আপ ভ্যানটি দ্রুত গতিতে এসে ধাক্কা মারে গাড়িটিতে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাইক চালকের। বাইকের পিছনে বসে ছিল এক শিশু। সেই শিশুটিও গুরুতর আহত হয়েছে দুর্ঘটনায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানা এলাকার সড়িয়াবাদে। স্থানীয় বাসিন্দারাই আহত ওই শিশুকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গিয়েছে চিকিৎসার জন্য। আপাতত সেখানেই ভর্তি রয়েছে ওই শিশু।
এদিকে দুর্ঘটনার পর জনরোষ গিয়ে পড়ে ঘাতক পিক আপ ভ্যানটির উপর। উত্তেজিত এলাকাবাসীরা ওই পিক আপ ভ্যানটিতে ব্যাপক ভাঙচুর চালান। পথ অবরোধও করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রায়গঞ্জ থানার পুলিশ। ঘাতক পিক আপ ভ্যানের চালককে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় বাসিন্দারা। মৃত বাইক চালকের দেহটিও পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
রায়গঞ্জ থানা এলাকার ভাটোলের ডাক্তার মোড় এলাকায় রায়গঞ্জ-ভাটোল রাজ্য সড়কের উপর দুর্ঘটনাটি ঘটে। মৃত বাইক আরোহীর নাম মেহফুজ আলম (২৪)। দুর্ঘটনার পর পিক আপ ভ্যানের চালক এলাকা থেকে পালানোর চেষ্টা করেন। কিন্তু স্থানীয় বাসিন্দারা তাঁকে ধরে ফেলেন। এরপর বিক্ষুব্ধ এলাকাবাসীদের রোষ গিয়ে পড়ে ওই পিক আপ ভ্যানটির উপর। ভাঙচুর চালানো হয় পিক আপ ভ্যানে। ঘটনার জেরে রায়গঞ্জ-ভাটোল রাজ্য সড়ক বেশ কিছুক্ষণ অবরোধও করে রাখেন স্থানীয়রা।
জানা গিয়েছে, পথ দুর্ঘটনায় মৃত মেহফুজ আলম তিন বছরের ছোট্ট ছেলেকে নিয়ে বেরিয়েছিলেন। বাজারের দিকে যাচ্ছিলেন। সেই সময়ই সরিয়াবাদ ডাক্তারমোড় এলাকায় একটি পিকআপ ভ্যান সজোরে ধাক্কা মারে তাঁর বাইকে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। গুরুতর আহত ওই শিশুকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন স্থানীয় থানার পুলিশকর্মীরা।