Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

North Dinajpur: একাধিক বিবাহ বহির্ভুত সম্পর্ক! মহিলা সহ তার ‘পুলিশ’ প্রেমিককে বেধড়ক মার গ্রামবাসীর

Crime: অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই একাধিক বিবাহবহির্ভুত সম্পর্কে জড়িয়ে পড়েন ওই মহিলা।

North Dinajpur: একাধিক বিবাহ বহির্ভুত সম্পর্ক! মহিলা সহ তার 'পুলিশ' প্রেমিককে বেধড়ক মার গ্রামবাসীর
প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Nov 07, 2021 | 12:31 PM

উত্তর দিনাজপুর: প্রেমিকাকে বিয়ে করতে গিয়ে গ্রামবাসীদের হাতে বেধড়ক মার খেলেন পুলিশকর্মী। ভাঙচুর করা হয় তার বাইকেও। প্রেমিকার বিরুদ্ধে একাধিক বিবাহ বহির্ভুত সম্পর্কে জড়িত থাকা ও মধুচক্রের রমরমা ব্যবসার অভিযোগ তুলে সরব হয় স্থানীয় বাসিন্দারা। শনিবার মধ্যরাতে এই অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে রায়গঞ্জ থানা এলাকা। পরে পুলিশ গিয়ে আহত পুলিশকর্মী ও দুই মহিলাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুলিশকর্মীর প্রেমিকা পাড়ারই একটি ছেলেকে বিয়ে করে বছর পাঁচেক আগে। তাদের দুই সন্তানও হয়। অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই একাধিক বিবাহবহির্ভুত সম্পর্কে জড়িয়ে পড়েন ওই মহিলা। পরে স্বামীর বাড়ি ছেড়ে নিজের বাড়িতে চলে আসে সে।

স্থানীয় বাসিন্দাদের কথায়, আলাদা হওয়ার পর থেকে রোজ রাতেই তার বাড়িতে বিভিন্ন লোকের আনাগোনা শুরু হয়। বেশ কয়েকজন মহিলাও আসতেন নিয়ম করে। আড়ালে মধুচক্রের আসর বসত বলেই অভিযোগ। একাধিকবার তার প্রতিবাদ করেও কোনও সুরাহা হয়নি। জিজ্ঞাসা করলে অভিযুক্ত মহিলা প্রত্যেকবারই জানাতেন, যিনি এসেছিলেন তাকেই তিনি বিয়ে করবেন। এরপর এদিনও একই ঘটনার পুনরাবৃত্তি হয়।

ওই মহিলা এক যুবককে ফের নিয়ে আসে বাড়িতে। বিষয়টি দেখে গ্রামবাসীরা প্রতিবাদ করলে ওই যুবক নিজেকে পুলিশকর্মী পরিচয় দেয়। এমনকি গ্রামবাসীদের হুমকিও দেয় বলে অভিযোগ। এরপরই কার্যত ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। বেধড়ক মারধর করা হয় ওই যুবককে। ভাঙচুর করা হয় তার মোটরসাইকেল। মারধর করা হয় তার প্রেমিকা ওই মহিলাকেও।

অভিযুক্ত মহিলার দাবি, তার স্বামী অন্য একটি মহিলাকে বিয়ে করে সংসার করছেন। তাই তিনি ওই পুলিশকর্মীকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। এদিন স্থানীয় একটি মন্দিরে বিয়ে করার জন্য তারা এলে গ্রামবাসীরা চড়াও হয়। মারধর করা হয়। আদতে গ্রামবাসীরা চান না যে তিনি অন্য কাউকে বিয়ে করেন। এদিকে, ওই মহিলার বাড়ি থেকে আরও এক মহিলাকে উদ্ধার করে পুলিশ। তিনি জানান, এসব নিয়ে তিনি কিছুই জানেন না। বান্ধবীর বাড়িতে এদিন তিনি ঘুরতে এসেছিলেন। এর পর হঠাৎই সেখানে বিশৃঙ্খলা শুরু হয়ে যায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানীয়দের।

আরও পড়ুন: Petrol Price Today: দাম কম হওয়ার পর জানুন কত টাকা লিটার দরে বিকোচ্ছে পেট্রোল-ডিজেল

আরও পড়ুন: Kunal Ghosh: উস্কানিমূলক ২ টি মন্তব্য, ফের কুণালের বিরুদ্ধে ত্রিপুরায় ৩টি মামলা