Petrol Price Today: দাম কম হওয়ার পর জানুন কত টাকা লিটার দরে বিকোচ্ছে পেট্রোল-ডিজেল

Petrol Price Today: শুধু মাত্র গত অক্টোবর মাসেই পেট্রোল ডিজেলের দাম ২৫ দিনের বেশি বেড়েছিল। শুধুমাত্র সেই মাসেই পেট্রোল আর ডিজেলের দাম ৭ টাকার বেশি বেড়েছিল। এখন কেন্দ্র সরকার পেট্রোপণ্যের শুল্ক কমানোয় কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ। যদিও বেশকিছু রাজ্যে পেট্রোলের দাম এখনও সেঞ্চুরির ঘরেই রয়েছে।

Petrol Price Today: দাম কম হওয়ার পর জানুন কত টাকা লিটার দরে বিকোচ্ছে পেট্রোল-ডিজেল
Follow Us:
| Edited By: | Updated on: Nov 07, 2021 | 12:18 PM

কলকাতা: আজ রবিবার পেট্রোল ডিজেলের দামে কোনও পরিবর্তন করা হয়নি। আইওসিএলের প্রকাশিত দর অনুযায়ী আজ কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটার ১০৪.৬৭ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৮৯.৭৯ টাকা।

প্রসঙ্গত দেশে লাগাতার পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি হওয়ার কারণে দীপাবলির একদিন আগেই কেন্দ্রীয় সরকারের তরফে পেট্রোলের উপর ৫ টাকা এবং ডিজেলের উপর ১০ টাকা উৎপাদন শুল্ক কমিয়ে দেওয়ার ঘোষণা করা হয়েছিল। পাশাপাশি দেশের বেশকিছু রাজ্যও নিজেদের রাজ্যে পেট্রোল ডিজেলের উপর রাজ্যের উসুল করা ট্যাক্সের হার কমিয়েছে। যেমন উত্তর প্রদেশ রাজ্য সরকার পেট্রোল ডিজেলের উপর রাজ্যের উসুল করা ট্যাক্স ১২ টাকা করে কমিয়েছে।

শুধু মাত্র গত অক্টোবর মাসেই পেট্রোল ডিজেলের দাম ২৫ দিনের বেশি বেড়েছিল। শুধুমাত্র সেই মাসেই পেট্রোল আর ডিজেলের দাম ৭ টাকার বেশি বেড়েছিল। এখন কেন্দ্র সরকার পেট্রোপণ্যের শুল্ক কমানোয় কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ। যদিও বেশকিছু রাজ্যে পেট্রোলের দাম এখনও সেঞ্চুরির ঘরেই রয়েছে।

দেশের চার মহানগরে পেট্রোল ডিজেলের দাম

আইওসিএলের আজকের প্রকাশিত দর অনুযায়ী রাজধানী দিল্লিতে এদিন পেট্রোলের দাম প্রতি লিটার ১০৩.৯৭ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৮৬.৬৭ টাকা। অন্যদিকে দেশের অর্থনৈতিক রাজধানী বলে পরিচিত মুম্বইতে পেট্রোলের দাম প্রতি লিটার ১০৯.৯৮ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৯৪.১৪ টাকা। চেন্নাইতে পেট্রোলের দাম প্রতি লিটার ১০১.৪০ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৯১.৪৩ টাকা। কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটার ১০৪.৬৭ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৮৯.৭৯ টাকা।

প্রত্যেক দিন সকাল ৬টায় পরিবর্তিত হয় দাম

প্রসঙ্গত জানিয়ে দেওয়া যাক প্রত্যেক দিন সকাল ৬টায় আইওসিএলের তরফে পেট্রোল আর ডিজেলের দাম পরিবর্তিত হয়। সকাল ৬টা থেকেই নতুন দর চালু হয়ে যায়। পেট্রোল এবং ডিজেলের দামে উৎপাদন শুল্ক, ডিলার কমিশন, এবং অন্যান্য খরচ খরচা যুক্ত হওয়ার পর এই দুই জ্বালানি পণ্যের দাম প্রায় দ্বিগুন হয়ে যায়। পেট্রোল ডিজেলের প্রতিদিনের দাম আপনি এসএমএস-এর মাধ্যমেও জানতে পারেন। ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা এসএমএস-এ RSP লিখে ৯২২৪৯৯২২৪৯ নম্বরে আর বিপিসিএল গ্রাহকরা RSP লিখে ৯২২৩১১২২২২ নম্বরে পাঠিয়ে পেট্রোল ডিজেলের দাম জানতে পারেন। অন্যদিকে এইচপিসিএল-এর গ্রাহকরা HPPrice লিখে ৯২২২২০১১২২ পাঠিয়ে পেট্রোল ডিজেলের দর জানতে পারেন।

আরও পড়ুন: Petrol Diesel Price Issue: কেন রাজ্য কমাচ্ছে না ভ্যাট? জ্বালানি ইস্যুতে এবার পথে নামছে বিজেপি, শহর জুড়ে বিক্ষোভ কর্মসূচি