AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

North Dinajpur: গুচ্ছ গুচ্ছ চিপসের প্যাকেটের ভিতর হঠাৎ শোনা গেল গোঙানির শব্দ, এমন দৃশ্য পুলিশও দেখেনি কখনও!

North Dinajpur: খবর আগে থেকেই পৌঁছে গিয়েছিল পুলিশের কাছে। সেই মতোই গাড়িটি থামানো হয়। তবে এমন অভিনব কায়দার কথা জানা ছিল না পুলিশেরও।

North Dinajpur: গুচ্ছ গুচ্ছ চিপসের প্যাকেটের ভিতর হঠাৎ শোনা গেল গোঙানির শব্দ, এমন দৃশ্য পুলিশও দেখেনি কখনও!
লরি বোঝাই চিপসের প্যাকেটImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 07, 2025 | 9:32 AM
Share

রায়গঞ্জ: লরির ভিতর বোঝাই করা চিপসের প্যাকেট। আচমকা ওই গাড়িটাই মাঝপথে থামিয়ে দেয় পুলিশ। শুক্রবার রাতে ২৭ নম্বর জাতীয় সড়কের ধারে সুভাষনগরে ওই লরি থামাতেই পুলিশ যা দেখতে পেল, তাতে চক্ষু চড়কগাছ। এও সম্ভব!

চিপসের প্যাকেটের তলা থেকে হঠাৎ শোনা গেল গোঙানির শব্দ। সন্দেহ হতেই প্যাকেটগুলো সরিয়ে ফেলে পুলিশ। আর তার তলায় লুকনো ছিল আস্ত মোষ! একটি নয়, ২০টি জীবন্ত মোষ ছিল সেই লরিতে। কাণ্ড দেখে চোপড়া থানার পুলিশকর্মীরা স্তম্ভিত।

খবর আগে থেকেই পৌঁছে গিয়েছিল পুলিশের কাছে। সেই মতোই গাড়িটি থামানো হয়। তবে মোষ পাচারের এমন অভিনব কায়দার কথা জানা ছিল না পুলিশের।

পুলিশ সূত্রে খবর, বাইরে থেকে লরিটা দেখে বোঝার উপায় ছিল না একেবারেই। পিছনে ঝুলছিল রঙিন প্যাকেটের চিপস। তবে সন্দেহ হয় পুলিশের। শুক্রবার আধিকারিকের নির্দেশে যখন এক এক করে সরানো হয় চিপসের প্যাকেটের স্তর, তখনই চোখে পড়ে আবিষ্কার। কায়দা করে রাখা হয়েছিল বিশালাকৃতির মোষগুলিকে।

পুলিশকর্মীরা মস্করা করে বলছেন, ‘এত বড় চিপসের প্যাকেট আগে কোনওদিন দেখিনি!’ জানা গিয়েছে, মোষগুলি বিহারের আড়ারিয়া থেকে পাচার করে নিয়ে যাওয়া হচ্ছিল অসমের দিকে। মোষ পাচারে এই ‘চিপস-ডেকরেশন’-এর কৌশল নেওয়া হয়েছিল পুলিশের চোখ এড়িয়ে যাওয়ার জন্য।

পুলিশ ইতিমধ্যেই লরির চার আরোহীকে আটক করেছে। তদন্তে উঠে আসছে আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। খবরটা ছড়িয়ে পড়তে চোপড়ায় অনেকেই বলছেন, চিপস কিনলে এবার থেকে ভিতরটা একটু ভাল করে দেখে নিতে হবে। কে জানে ভিতরে মোষ লুকিয়ে আছে কি না!