AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pujoy Pulse 2025: পালস গোলমোল, ঢাকের বাদ্যিতে মেতে উঠুন, আজ ইসলামপুর ও দুর্গাপুরে থাকছে পুজোয় পালসের ট্যাবলো

Pujoy Pulse 2025: রাজ্যের কোণায় কোণায় পৌঁছে যাচ্ছে পুজোয় পালসের ট্যাবলো। আর সেই ট্যাবলো যেখানেই যাচ্ছে, সেখানে মানুষের উন্মাদনা চোখে পড়ছে। পথচলতি মানুষজন ট্যাবলোর সামনে দাঁড়িয়ে পড়ছেন। পালস গোলমোলের স্বাদ নিচ্ছেন।

Pujoy Pulse 2025: পালস গোলমোল, ঢাকের বাদ্যিতে মেতে উঠুন, আজ ইসলামপুর ও দুর্গাপুরে থাকছে পুজোয় পালসের ট্যাবলো
কোথায় কোথায় থাকছে পুজোয় পালসের ট্যাবলো?Image Credit: TV9 Bangla
| Updated on: Sep 20, 2025 | 9:32 AM
Share

ইসলামপুর ও দুর্গাপুর: রবিবার মহালয়া। দুর্গাপুজোর আগমনী বার্তা। আর পুজো শুরুর আগে দুর্গাপুজোর আমেজ এনে দিতে উদ্যোগী হয়েছে টিভি৯ বাংলা ও পালস ক্যান্ডি। পুজোয় পালসের ট্যাবলো পৌঁছে যাচ্ছে রাজ্যের কোণায় কোণায়। আজ (শনিবার) পুজোয় পালসের ট্যাবলো থাকছে উত্তর দিনাজপুর ও পশ্চিম বর্ধমানের চারটি জায়গায়। উত্তর দিনাজপুরের ইসলামপুরের দুটি জায়গা ও পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের দুটি জায়গায় আজ থাকবে ট্যাবলো। জেনে নিন, কখন কোথায় ট্যাবলো পৌঁছবে।

ইসলামপুরের কখন কোথায় থাকবে পুজোয় পালসের ট্যাবলো?

শনিবার উত্তর দিনাজপুরের ইসলামপুরের দুটি জায়গায় থাকবে পুজোয় পালসের ট্যাবলো। প্রথমে ট্যাবলোটি ইসলামপুর কলেজের সামনে সকাল ১১টায় পৌঁছে যাবে। সেখানে থাকবে বিকেল ৩টে পর্যন্ত। এরপর বাজার কলকাতার কাছে ট্যাবলোটি গিয়ে পৌঁছবে বিকেল ৪টেয়। সেখানে রাত ৮টা পর্যন্ত থাকবে। এই সময়ের মধ্যে আপনারা এই দুটি জায়গায় গিয়ে পুজোর আমেজ উপভোগ করতে পারেন। সঙ্গে রয়েছে পালস গোলমোল।

দুর্গাপুরে কখন কোথায় থাকবে পুজোয় পালসের ট্যাবলো?

এদিন পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের দুটি জায়গায় থাকবে পুজোয় পালসের ট্যাবলো। প্রথমে ডিসি সিনেমা হলের সামনে ট্যাবলোটি পৌঁছে যাবে সকাল ১১টায়। সেখানে বিকেল ৩টে পর্যন্ত থাকবে। এরপর ট্যাবলোটি যাবে দুর্গাপুর সিটি সেন্টার বাসস্ট্যান্ডের কাছে। সেখানে বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত থাকবে। নির্দিষ্ট সময়ের মধ্যে ওই দুটি স্থানে গিয়ে পালস গোলমোলের স্বাদ নিতে পারেন যে কেউ। ঢাকের বাদ্যিতে পুজোর আমেজে মেতে উঠতে পারেন।

গত ২ বছরের অভূতপূর্ব সাফল্যের পর এবার পুজোয় পালসের সিজন থ্রি। এবারের থিম গোল কা মোল, গোলের মূল্য। রাজ্যের কোণায় কোণায় পৌঁছে যাচ্ছে পুজোয় পালসের ট্যাবলো। আর সেই ট্যাবলো যেখানেই যাচ্ছে, সেখানে মানুষের উন্মাদনা চোখে পড়ছে। পথচলতি মানুষজন ট্যাবলোর সামনে দাঁড়িয়ে পড়ছেন। পালস গোলমোলের স্বাদ নিচ্ছেন। পুজোয় পালসের ট্যাবলোতে এবার রয়েছে হুইলও। সেই হুইল ঘোরালেই মিলছে উপহার। তা নিয়েও উচ্ছ্বসিত সবাই।