
রায়গঞ্জ ও বোলপুর: বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর হাতে গোনা আর কয়েকটা দিন বাকি। পুজো শুরুর আগে দুর্গাপুজোর আমেজ এনে দিতে উদ্যোগী হয়েছে টিভি৯ বাংলা ও পালস ক্যান্ডি। পুজোয় পালসের ট্যাবলো পৌঁছে যাচ্ছে রাজ্যের কোণায় কোণায়। আজ (শুক্রবার) পুজোয় পালসের ট্যাবলো থাকছে বীরভূম ও উত্তর দিনাজপুরের চারটি জায়গায়। বীরভূমের বোলপুরের দুটি জায়গা ও উত্তর দিনাজপুরের রায়গঞ্জের দুটি জায়গায় আজ থাকবে ট্যাবলো। জেনে নিন, কখন কোথায় ট্যাবলো পৌঁছবে।
বোলপুরে কখন কোথায় থাকবে ট্যাবলো?
এদিন বোলপুরের দুটি জায়গায় থাকবে পুজোয় পালসের ট্যাবলো। প্রথমে ট্যাবলোটি বোলপুরের আরতি মোড়ে সকাল ১১টায় পৌঁছে যাবে। সেখানে থাকবে বিকেল ৩টে পর্যন্ত। এরপর শান্তিনিকেতনের কাছে ট্যাবলোটি গিয়ে পৌঁছবে বিকেল ৪টেয়। সেখানে রাত ৮টা পর্যন্ত থাকবে। এই সময়ের মধ্যে আপনারা এই দুটি জায়গায় গিয়ে পুজোর আমেজ উপভোগ করতে পারেন। সঙ্গে রয়েছে পালস গোলমোল।
রায়গঞ্জে কখন কোথায় থাকবে ট্যাবলো?
এদিন উত্তর দিনাজপুরের রায়গঞ্জের দুটি জায়গায় থাকবে পুজোয় পালসের ট্যাবলো। প্রথমে হেমতাবাদ স্কুলের সামনে ট্যাবলোটি পৌঁছে যাবে সকাল ১১টায়। সেখানে বিকেল ৩টে পর্যন্ত থাকবে। এরপর ট্যাবলোটি যাবে কালিয়াগঞ্জ বাসস্ট্যান্ডে। সেখানে বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত তা থাকবে। নির্দিষ্ট সময়ের মধ্যে ওই দুটি স্থানে গিয়ে পালস গোলমোলের স্বাদ নিতে পারেন যে কেউ। ঢাকের বাদ্যিতে পুজোর আমেজে মেতে উঠতে পারেন।
গত ২ বছরের অভূতপূর্ব সাফল্যের পর এবার পুজোয় পালসের সিজন থ্রি। এবারের থিম গোল কা মোল, গোলের মূল্য। রাজ্যের কোণায় কোণায় পৌঁছে যাচ্ছে পুজোয় পালসের ট্যাবলো। আর সেই ট্যাবলো যেখানেই যাচ্ছে, সেখানে মানুষের উন্মাদনা চোখে পড়ছে। পথচলতি মানুষজন ট্যাবলোর সামনে দাঁড়িয়ে পড়ছেন। পালস গোলমোলের স্বাদ নিচ্ছেন। পুজোয় পালসের ট্যাবলোতে এবার রয়েছে হুইলও। সেই হুইল ঘোরালেই মিলছে উপহার। তা নিয়েও উচ্ছ্বসিত সবাই।