রায়গঞ্জ : পণের দাবিতে গৃহবধূকে খুনের অভিযোগ। মৃত্যুর পর একদিন কেটে গেলেও মৃতদেহের ময়নাতদন্ত হয়নি। ময়নাতদন্তে টালবাহানার অভিযোগ তুলে সোমবার রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপালকে ঘেরাও করে বিক্ষোভ দেখাল মৃতার পরিবারের। শতাধিক লোকের বিক্ষোভে হুলুস্থুল বেধে যায় মেডিকেল চত্বরে। প্রিন্সিপালের অফিসের জিনিসপত্র ভাঙচুর করা হয়। যার জেরে হাসপাতালে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে আসে পুলিশ।
বছর দুয়ের আগে রায়গঞ্জের পানিশালার বাসিন্দা অমল বর্মণের সঙ্গে বিয়ে হয়েছিল মামণি বর্মণের। রবিবার বছর তেইশের মামণির মৃতদেহ উদ্ধার হয়। অভিযোগ, পণের দাবিতে স্বামী অমল বর্মণ তাঁকে খুন করেছেন। রবিবারই মৃতদেহের ময়নাতদন্ত হওয়ার কথা থাকলেও তা হয়নি। সোমবার দুপুর হয়ে গেলেও ময়নাতদন্ত শুরু হয়নি। ময়নাতদন্তে টালবাহানার অভিযোগ তুলে মৃতার পরিবার এবং এলাকার প্রায় শতাধিক বাসিন্দা রায়গঞ্জ মেডিকেলের মর্গে হাজির হন। সেখানেই ভারপ্রাপ্ত এমএসভিপি এবং প্রিন্সিপালের অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। এরপর প্রিন্সিপালকে ঘেরাও করে চলে বিক্ষোভ। এরই মাঝে উত্তেজিত কয়েকজন প্রিন্সিপাল অফিসের কিছু জিনিসপত্র ভাঙচুর করে বলে অভিযোগ।
ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মৃতদেহের ময়নাতদন্তের জন্য আসেন একজন ম্যাজিস্ট্রেট। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে মৃতার পরিজনরা হুঁশিয়ারি দিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্টে গরমিল হলে এবং অভিযুক্ত অমল বর্মণকে গ্রেফতার না করা হলে তাঁরা ফের পথে নামবেন।
মৃতার আত্মীয় বিজয় বর্মণের অভিযোগ, মামণি বর্মণকে শ্বশুরবাড়ির লোক মারধর করে খুন করেছে। একদিন কেটে গেলেও এখনও ময়নাতদন্ত হয়নি । এবং এই ঘটনায় অভিযুক্ত অমলকে এখনও গ্রেফতার করেনি পুলিশ। তদন্তে গাফিলতির অভিযোগ নিয়ে পুলিশের বক্তব্য, তদন্ত চলছে। ময়নাতদন্তে টালবাহানা নিয়ে হাসপাতালের সহকারী সুপার অভীক মাইতি বলেন, “ময়নাতদন্তের জন্য ম্যাজিস্ট্রেট দেরিতে আসায় একটু সমস্যা তৈরি হয়েছিল।”