AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Republic Day: প্রজাতন্ত্র দিবসে সরকারি অনুষ্ঠানে দেওয়া হল মেয়াদ উত্তীর্ণ টিফিনের প্যাকেট, শোরগোল রায়গঞ্জে

Republic Day: অনুষ্ঠানের বিরতিতে আগত অতিথিদের টিফিনের প্যাকেট দেওয়া হয়। সাংবাদিকদেরও সেই একই প্যাকেট দেওয়া হয়। অতিথিদের মধ্যেই একজন দেখেন,  তাঁকে দেওয়া প্যাকেটের পিছেন 'এক্সপায়ারি ডেট' পেরিয়ে গিয়েছে।

Republic Day: প্রজাতন্ত্র দিবসে সরকারি অনুষ্ঠানে দেওয়া হল মেয়াদ উত্তীর্ণ টিফিনের প্যাকেট, শোরগোল রায়গঞ্জে
প্রজাতন্ত্র দিবসে মেয়াদ উত্তীর্ণ খাবার দেওয়ার অভিযোগImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 26, 2024 | 4:06 PM
Share

 উত্তর দিনাজপুর: জেলা প্রশাসনের উদ্দ্যোগে রায়গঞ্জ স্টেডিয়ামে উদযাপিত হল সাধারণতন্ত্র দিবস। আর সেখানে মেয়াদ উত্তীর্ণ টিফিন দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। সরকারি অনুষ্ঠানের প্যারেড ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছোটছোট ছেলে মেয়ে ছাত্রছাত্রীদের হাতে এই টিফিনের প্যাকেট তুলে দেন প্রশাসনের কর্তারাই। একটি দুটো নয়, শ’য়ে শ’য়ে প্রত্যেক প্যাকেটেরই মধ্যে মেয়াদ উত্তীর্ণ কেক ও খাবার। যেখানে জেলাশাসক, পুলিশ সুপার-সহ জেলার সর্বোচ্চ কর্তারা রয়েছেন, সেখানে এই অব্যবস্থা কেন? সেই প্রশ্ন উঠেছে।

অনুষ্ঠানের বিরতিতে আগত অতিথিদের টিফিনের প্যাকেট দেওয়া হয়। সাংবাদিকদেরও সেই একই প্যাকেট দেওয়া হয়। অতিথিদের মধ্যেই একজন দেখেন,  তাঁকে দেওয়া প্যাকেটের পিছেন ‘এক্সপায়ারি ডেট’ পেরিয়ে গিয়েছে। তিনি তখন বাকিদের প্যাকেটও দেখেন। তারপরই বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যায়। অনুষ্ঠানে সকলকেই টিফিনের যে প্যাকেটগুলো দেওয়া হয়েছে, সেগুলো সবই মেয়াদ উত্তীর্ণ।

এনিয়ে ইতিমধ্যেই সুড় চড়িয়েছে কংগ্রেস ও বিজেপি। মূলত কাটমানির জন্যেই এই ঘটনা বলে তীব্র কটাক্ষ বিরোধীদের। শিশুদের স্বাস্থ্য বিঘ্নিত হলে ছেড়ে কথা বলা হবে না বলে দাবি করেন বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্ব।

যদিও টিফিনের দায়িত্বে থাকা জেলা তথ্য সংস্কৃতি দফতরের আধিকারিক জানিয়েছেন উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তবে জেলা শাসক সুরেন্দ্র কুমার মীনা ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি, তবে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।