Raiganj: আবার বদল? ফেসবুকে কৃষ্ণ কল্যাণীর ছবি ঘিরে জোর জল্পনা, কী বলছেন বিধায়ক

Raiganj: একসময় বিজেপিতেই ছিলেন কৃষ্ণ কল্যাণীর। বিজেপির টিকিটে জয়ী হয়ে ২০২১-এ রায়গঞ্জের বিধায়ক হয়েছিলেন তিনি। পরে বিজেপি থেকে সরে আসেন। গত লোকসভা নির্বাচনের আগে সেই বিধায়ক পদে ইস্তফা দিয়ে দেন ও তৃণমূল তাঁকে টিকিট দেয়। কিন্তু লোকসভা ভোটে জিততে পারেননি কৃষ্ণ কল্যাণী।

Raiganj: আবার বদল? ফেসবুকে কৃষ্ণ কল্যাণীর ছবি ঘিরে জোর জল্পনা, কী বলছেন বিধায়ক
কৃষ্ণ কল্যাণীImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 05, 2025 | 11:14 AM

রায়গঞ্জ: রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী কি আবার বিজেপিতে? ফেসবুকের প্রোফাইল ঘিরে রাজনৈতিক জল্পনা চরমে। ‘ফেক’ প্রোফাইল তৈরি করে তাঁর নামে কুৎসা রটানো হচ্ছে বলে দাবি করে বিরোধীদের নিশানা কৃষ্ণ কল্যাণীর। অন্যদিকে বিরোধীদের দাবি, আসলে নিজেদেরই গোষ্ঠীকোন্দলের ফল।

সম্প্রতি রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর নাম দেওয়া একটি ফেসবুক প্রোফাইল প্রকাশ্যে এসেছে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ বিজেপির শীর্ষ নেতৃত্বদের সঙ্গে দেখা যাচ্ছে কৃষ্ণ কল্যাণীর ছবি। শুধু তাই নয়, ওই প্রোফাইলে লেখা আছে “আমার পরিবার-বিজেপি পরিবার”।

এই প্রোফাইল ঘরেই রায়গঞ্জের রাজনীতি তোলপাড়। একসময় বিজেপিতেই ছিলেন কৃষ্ণ কল্যাণীর। বিজেপির টিকিটে জয়ী হয়ে ২০২১-এ রায়গঞ্জের বিধায়ক হয়েছিলেন তিনি। পরে বিজেপি থেকে সরে আসেন। গত লোকসভা নির্বাচনের আগে সেই বিধায়ক পদে ইস্তফা দিয়ে দেন ও তৃণমূল তাঁকে টিকিট দেয়। কিন্তু লোকসভা ভোটে জিততে পারেননি কৃষ্ণ কল্যাণী। এদিকে, বিধায়কের আসন তখন ফাঁকা। তাই সেখানে উপনির্বাচন হয়। সেই নির্বাচনে তৃণমূলের টিকিটে জিতে আবারও বিধায়ক হন তিনি। স্বল্পদিনের রাজনীতিতেও এভাবে পালাবদল হয়েছে কৃষ্ণ কল্যাণীর রাজনৈতিক কেরিয়ারে। আবারও তাঁর ছবি নিয়ে জল্পনা শুরু হয়েছে।

তবে বিধায়ক কৃষ্ণ কল্যাণী এমন দাবি নস্যাৎ করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, তাঁর নামে ফেক প্রোফাইল তৈরি করে কুৎসা রটনা হচ্ছে। তিনি বিষয়টি জানার পরই রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপারের নজরে এনেছেন। এছাড়াও তিনি সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন বলে জানান। পাশাপাশি এই ফেক প্রোফাইল তৈরির সঙ্গে বিজেপি সহ বিরোধীরা যুক্ত থাকতে পারে বলে তিনি দাবি করেছেন।

অন্যদিকে বিধায়কের এই দাবিকে তীব্র কটাক্ষ গেরুয়া শিবিরের। বিজেপির পালটা অভিযোগ, কিছুদিন আগে রায়গঞ্জের পরিচ্ছন্নতা নিয়ে পুর প্রশাসকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন বিধায়ক। তাতে দলের মধ্যেই চরম গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। তার জেরেই এভাবে বিধায়কের নামে মিথ্যা প্রচার চালানো হচ্ছে বলে দাবি বিজেপির।

কটাক্ষ করতে ছাড়েনি বাম কংগ্রেসও। কংগ্রেস নেতা তুষার গুহ বলেন, এটা কোনও ফেক আইডি নয়। উনি বিজেপির বিধায়ক ছিলেন। এখন তৃণমূল কংগ্রেসে আছে। ২৬-এর আগে এটাও দলবদলের ইঙ্গিত। সিপিএম নেতা তীর্থ দাসের দাবি, ফেক প্রোফাইল কি না, তা তৃণমূলই বলতে পারবে, তারা এসব নিয়ে চিন্তিত নয়। সঠিক তদন্ত হলেই সব বেরিয়ে আসবে বলেই মনে করছেন তাঁরা।