Tapan: বেরোতে পারলেন না, বাড়ির মধ্যে ঝলসে মৃত্যু হল বৃদ্ধার

Rupak Sarkar | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 06, 2025 | 3:21 PM

Tapan: শনিবার রাত ১ টার সময় বাড়ির মধ্যে জ্বলন্ত মোমবাতি থেকে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। আগুনের তীব্রতা দেখে এলাকার বাসিন্দারা গিয়ে বাড়ি থেকে বালতি-গামলা করে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

Tapan: বেরোতে পারলেন না, বাড়ির মধ্যে ঝলসে মৃত্যু হল বৃদ্ধার
ঝলসে যাওয়া বাড়ি
Image Credit source: TV9 Bangla

Follow Us

তপন: মোমবাতির আগুন পুড়ল বাড়ি। আর সেই আগুনে ঝলসে মৃত্যু হল ষাটোর্ধ্ব এক বৃদ্ধা। শনিবার  মধ্য রাতে আগুন লাগার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার জামালপুর গ্রামে। পুলিশ জানিয়েছে,  মৃতের নাম লক্ষ্মী হেমব্রম (৬০)। রবিবার তপন থানার পুলিশ দেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়।

পুলিশ ও  স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ১ টার সময় বাড়ির মধ্যে জ্বলন্ত মোমবাতি থেকে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। আগুনের তীব্রতা দেখে এলাকার বাসিন্দারা গিয়ে বাড়ি থেকে বালতি-গামলা করে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

বাড়ির ভিতরে তখন আটকে পড়েছিলেন বেশ কয়েকজন। পরিবারের অন্যান্য সদস্যদের উদ্ধার করতে সক্ষম হলেও, বৃদ্ধাকে বের করে আনতে পারেননি স্থানীয় বাসিন্দারা। ফলে আগুনে পুড়ে তাঁর মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনাস্থলে তপন থানার পুলিশ। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভিতর থেকে বৃদ্ধার ঝলসে যাওয়া দেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, আগুনে শুধু বাড়ির কাঠামোই নয়, সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র, টাকা-পয়সা, পোশাক-আশাক, খাদ্যসামগ্রী সবকিছুই ভস্মীভূত হয়ে গিয়েছে।