Chakulia: বিডিও অফিসে ভাঙচুরের ঘটনার পরই কি বদলি? চাকুলিয়া থানার আইসি বদল

Chakulia IC: গত ১৫ জানুয়ারি চাকুলিয়ায় বিডিও অফিসে ভাঙচুর ও অগ্নি সংযোগের অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে হামলার শিকার হন আইসি নিজেও। তাঁর পায়ে গুরুতর চোট লাগে। তিনি ঠিকমতো হাঁটতেই পারছিলেন না, সাংবাদিকদের ক্যামেরাও ধরা পড়ে সেই ছবি। কিন্তু সেই ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।

Chakulia: বিডিও অফিসে ভাঙচুরের ঘটনার পরই কি বদলি? চাকুলিয়া থানার আইসি বদল
রণক্ষেত্র চাকুলিয়া (ফাইল ছবি) Image Credit source: TV 9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 30, 2026 | 11:18 AM

উত্তর দিনাজপুর: চাকুলিয়া থানার আইসি বদল। চাকুলিয়ায় বিডিও অফিসে হামলার জেরেই কি আইসি বদলি? আইসি রাজু সোনারকে পাঠানো হল হাওড়া পুলিশ কমিশনারেটে। চাকুলিয়া থানার নতুন আইসি হলেন পিনাকি সরকার। গত ১৫ জানুয়ারি চাকুলিয়ায় বিডিও অফিসে ভাঙচুর ও অগ্নি সংযোগের অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে হামলার শিকার হন আইসি নিজেও। তাঁর পায়ে গুরুতর চোট লাগে। তিনি ঠিকমতো হাঁটতেই পারছিলেন না, সাংবাদিকদের ক্যামেরাও ধরা পড়ে সেই ছবি। কিন্তু সেই ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। পাঁচজন কনস্টেবলও গুরুতর জখম হন।

‘এসআইআর’ শুনানিকে কেন্দ্র করে গত ১৫ জানুয়ারি একেবারে রণক্ষেত্রের চেহারা নেয় উত্তর দিনাজপুরের চাকুলিয়া। ব্যাপক উত্তেজনা ছড়ায় বিডিও অফিস চত্বরে। পুলিশি রিপোর্ট অনুযায়ী, সকাল ৯টা নাগাদ শুনানি নিয়ে অসন্তোষ প্রকাশ করে পথ অবরোধ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। চাকুলিয়া থানার আইসি বাহিনী নিয়ে পরিস্থিতি সামাল দিতে গেলে উত্তেজিত জনতা পুলিশের ওপর হামলা চালায় বলে অভিযোগ।

খনই উত্তেজিত জনতা পুলিশের উপর চড়াও হয়। ভিড়ের মধ্যে থাকা একাংশ, যাদের অধিকাংশই যুবক তাঁরাই হামলায় নেতৃত্ব দেয় বলে অভিযোগ। পুলিশের আটকানোর চেষ্টা করলেও উত্তেজিত জনতা বিডিও অফিসের তালা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। অফিসের চেয়ার-টেবিল ও কম্পিউটার ভাঙচুর করা হয়। উন্মত্ত জনতা বিডিও অফিসে ব্যাপক ভাঙচুর চালিয়ে শেষ পর্যন্ত অগ্নিসংযোগও করে দেয়। এলাকায় বর্তমানে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। বসেছে পুলিশ পিকেট। ঘটনায় ১০ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ধারা ৩২৯(৪), ১২৬(২), ১১৫(২), ১১৭(২), ৩২৪(৫), ৩২৬(জি), ১৩২, ১২১(১), ১২১(২), ৩৫১(২), ৩(৫) এবং পিডিপিপি অ্যাক্ট (PDPP Act)-এর ৩ নম্বর ধারায় মামলা করা হয়।