মালদা: ফের হামলার মুখে বন্দে ভারত এক্সপ্রেস। আবারও ভাঙল বন্দে ভারত এক্সপ্রেসের জানালার কাচ। নিউ জলপাইগুড়ি-হাওড়া ডাউন বন্দে ভারত এক্সপ্রেসের জানলার কাচ ভেঙেছে। এবারও ঘটনাস্থল সেই মালদার ফারাক্কা সংলগ্ন এলাকা। শনিবার সন্ধ্যায় এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ট্রেনের যাত্রীদের মধ্যে।
জানা গিয়েছে, এদিন নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া আসার সময়ই হামলার মুখে পড়ে বন্দে ভারত এক্সপ্রেস। মালদার ফারাক্কা প্ল্যাটফর্ম থেকে সবেমাত্র ছেড়ে কয়েক কিলোমিটার এগোতেই ট্রেনের জানালায় ঢিল ছোড়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় C13 কোচের ২৩ ও ২৪ নম্বর সিটের দিকের জানালার কাচ ভেঙেছে। জানালার বাইরের দিকের যে শিল্ড রয়েছে, সেটিতে ফাটল ধরেছে। ভিতরের দিকের শিল্ডেও দাগ পড়েছে। এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এরপর রাত সাড়ে ১০টা নাগাদ ট্রেনটি হাওড়া স্টেশনে পৌঁছলে যাত্রীরা এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন রেল কর্তৃপক্ষের কাছে। ট্রেনের জানালায় ঢিল ছোঁড়ার ঘটনায় তাঁরা খুবই আতঙ্কিত বলে জানান। বারবার কেন এই ট্রেনেই এধরনের ঘটনা ঘটছে, তা নিয়েও প্রশ্ন তোলেন বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রীরা।
প্রসঙ্গত, রাজ্যে নিউ জলপাইগুড়ি ও হাওড়ার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস রওনার দ্বিতীয় দিন অর্থাৎ ৩ জানুয়ারি প্রথমবার হামলবার মুখে পড়ে বন্দে ভারত এক্সপ্রেস। সেবার মালদার সামসির কুমারগঞ্জের কাছে পাথর ছোঁড়া হয় ট্রেনে। ঘটনায় একটি দরজার কাচ ভেঙে যায়। তবে সমস্ত যাত্রী সুরক্ষিত ছিলেন। এরপর বেশ কয়েকবার একই ঘটনার সম্মুখীন হয় এই সেমি হাইস্পিডের ট্রেনটি।