
কোচবিহার: নদীপাড়ে গিয়ে ধর্ষণের শিকার এক নাবালিকা। ঘটনায় গ্রেফতার অভিযুক্ত। ইতিমধ্যেই পকসো ধারায় মামলা রুজু হয়েছে তাঁর বিরুদ্ধে। তবে এই ঘটনায় একের পর এক অভিযোগ প্রকাশ্যে আসছে। নির্যাতিতা নাবালিকার অভিযোগ, এই অভিযুক্ত ব্যক্তি তাঁর দিদিকেও যৌন নির্যাতন করেছিল। তারপর তার দিদির রহস্য মৃত্যু হয়। এখন এই অভিযুক্ত ওই নাবালিকাকেও খুনের হুমকি দিচ্ছে।
পরিবার সূত্রে খবর, এক থেকে দেড় বছর আগে এই নির্যাতিতার দিদি মারা গিয়েছেন। তবে আজ যখন বোনের সঙ্গে এমন জঘন্য ঘটনা ঘটেছে, সেই সময় এসে জানা যাচ্ছে সেই ঘটনাতেও এই অভিযুক্তের নাম জড়াচ্ছে। নির্যাতিতার দিদির মৃত্যুর সঙ্গে বারবার এই অভিযুক্তের নাম জড়িয়ে যাচ্ছে। নির্যাতিতা নাবালিকার অভিযোগ, অভিযুক্ত ধর্ষণ করার সময় হুমকি দিয়েছিল, ‘তোর দিদির মতো পরিণতি তোরও হবে।’ এমনকী, ধর্ষণের কথা কাউকে বলতেও নিষেধ করেছিলেন তিনি।
প্রসঙ্গত, মেখলিগঞ্জের জামালদহে নদীপাড়ে খড়ি আনতে গিয়েছিল ওই নাবালিকা। অভিযোগ, সেই সময়ই এক ষাটোর্ধ্ব বৃদ্ধ ওই নাবালিকাকে ধারাল অস্ত্র দেখিয়ে ভয় দেখায়, খুনের হুমকি দেয় এবং প্রাণের ভয় দেখিয়ে ধর্ষণ করে। এই সময় স্থানীয় এক মহিলা গোটা ব্যাপারটি লক্ষ্য করেন। তিনি গিয়েই উদ্ধার করে নাবালিকাকে। প্রত্যক্ষদর্শী ওই মহিলা বলেন, “মেয়েটাকে আমিই বাঁচিয়েছিলাম। বাচ্চাটিকে উলঙ্গ অবস্থায় দেখতে পাই। এরপর দেখি সামনে একটা দা রয়েছে। মেয়েটাকে হুমকি দেওয়া হয়েছিল। আমি ওকে উদ্ধার করে বাবা-মাকে বলে বাড়ি চলে আসি।” ওর দিদিও এইভাবে মারা গেছে। দিদিকেও হুমকি দেওয়া হয়েছিল। আমিই পুরো বিষয়টি বাবা মাকে জানাই।”