ভিডিয়ো: আদি কর্মীদের পাত্তা দিচ্ছে না দল, মমতার কনভয়ে ঢুকে নালিশ প্রৌঢ় কর্মীর
গতবারের পর এবারেও তিনি অনেকটা একই কায়দায় জলপাইগুড়ি বাবুপাড়া এলাকায় মুখ্যমন্ত্রীর কনভয়ে ঢুকে যান। কয়েক সেকেন্ডের জন্য মুখ্যমন্ত্রীকে সামনে থেকে কথা বলারও সুযোগ পান। স্থানীয় সূত্রে খবর, ওইটুকু সময়ের মধ্যেই তিনি সরব হয়েছেন।
জলপাইগুড়ি: ‘পুরনো কর্মীরা সব বসে যাচ্ছে, আপনি একটু দেখুন দিদি’। মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পথ আগলে দাঁড়িয়ে একগুচ্ছ দলীয় সমস্যা জানানোর পাশাপাশি জলপাইগুড়ির কিছু সামাজিক সমস্যার কথা শোনালেন জলপাইগুড়ির (Jalpaiguri) পাহাড়পুর এলাকার বাসিন্দা আদি তৃণমূল (TMC) কর্মী রাজেন রায়। বয়স তাঁর ৭০-এর কোঠায়।
কে এই রাজেন রায়?
জলপাইগুড়ি পাহাড়পুর এলাকার বছর ৭০ এর এক বাসিন্দা রাজেন রায়। এলাকায় তিনি আদি তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। ২০১৮ সালের ১০ জুলাই জলপাইগুড়িতে মমতা ব্যানার্জীর সভা ছিল। শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি সভায় আসার পথে গোশালা মোড় এলাকা দিয়ে যাচ্ছিল মুখ্যমন্ত্রীর কনভয়। সে সময় আচমকা কনভয়ের নিরাপত্তা বেষ্টনী ভেদ করে রাস্তার উপর এসে এলাকার পানীয় জলের সমস্যা সংক্রান্ত চিঠি তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রীর হাতে। এরপর মুখ্যমন্ত্রীর নির্দেশে পরদিন এলাকায় ছুটে এসেছিলেন জলপাইগুড়ি জেলা প্রশাসনের আধিকারিকেরা।
গতবারের পর এবারেও তিনি অনেকটা একই কায়দায় জলপাইগুড়ি বাবুপাড়া এলাকায় মুখ্যমন্ত্রীর কনভয়ে ঢুকে যান। কয়েক সেকেন্ডের জন্য মুখ্যমন্ত্রীকে সামনে থেকে কথা বলারও সুযোগ পান। স্থানীয় সূত্রে খবর, ওইটুকু সময়ের মধ্যেই তিনি সরব হয়েছেন। অভিযোগ তুলেছেন, আদি তৃণমূল কর্মীদের দল পাত্তা দিচ্ছে না। একই সঙ্গে জলপাইগুড়ি পৌর এলাকার জলমগ্ন সমস্যা নিয়েও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
আরও পড়ুন: শুভেন্দুর ৯ চোখা কথা, উঠে এল হত্যা-অকৃতদার-বহিরাগত তত্ত্বও
এদিন রাজেন রায় জানান, আমি আজ মুখ্যমন্ত্রীকে জানালাম আমরা পুরনো তৃণমূল কর্মী। কিন্তু দলে আমরা কোনও সুযোগ বা সম্মান পাচ্ছি না। এটা কেন হবে? একই সঙ্গে জলপাইগুড়ি পৌরসভার ২৫টি ওয়ার্ডের মধ্যে ২০টি ওয়ার্ড প্রতিবছর বর্ষায় জলমগ্ন হয়। এর একটা স্থায়ী সমাধান চাই বলে দাবী রাখলাম। যদিও তিনি বেশিক্ষণ কথা বলার সুযোগ পাননি। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কর্মীরা ছুটে এসে রাজেন রায়কে সরিয়ে দেন। এরপর কনভয় চলে যায় সভামঞ্চের দিকে।
দেখুন ঘটনার ভিডিয়ো
মুখ্যমন্ত্রীর কনভয় ফের আটকালেন আদি তৃণমূল কর্মী। জলপাইগুড়ি পাহাড়পুর এলাকার বছর ৭০ এর এক বাসিন্দা রাজেন রায় পুরোনো তৃণমূল কর্মী। কিন্তু দলে তিনি কোনো সুযোগ বা সম্মান পাচ্ছিলেননা। কনভয় আটকে এমনই দাবী রাখলেন তিনি। @MamataOfficial । #MamataBanerjee । #ViralVideo । #TV9Bangla pic.twitter.com/QEruQKkond
— TV9 Bangla (@Tv9_Bangla) December 15, 2020
আরও পড়ুন: মামলা প্রত্যাহার, দ্বিতীয়বার ময়নাতদন্ত হচ্ছে না উলেন রায়ের