মমতাকে ব্ল্যাকমেলিং করেছেন অনুব্রত: বিস্ফোরক ফিরহাদ
ভোটের প্রাক্কালে হঠাৎ বিস্ফোরক মন্তব্য কলকাতা কর্পোরেশনের প্রাক্তন মেয়র ও বর্তমান পুরপ্রশাসক ফিরহাদ হাকিমের।
ভোটের আগে দলীয় নেতার মন্তব্যে বিপাকে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ব্ল্যাকমেল করে বীরভূমের (Birbhum) নলহাটি কেন্দ্রের প্রার্থী বদল করেছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। মইনুদ্দিন শামসকে এবার প্রার্থী না করার পিছনে রয়েছে কেষ্টর হাত। রুদ্ধদ্বার বৈঠকে ফিরহাদ হাকিমের এই বিস্ফোরক মন্তব্য নিয়েই তোলপাড় রাজ্য রাজনীতি। ভিডিয়ো ভাইরাল হতেই পরিস্থিতি সামালে মমতা মন্ত্রিসভার মন্ত্রী ফিরহাদ।
[embedyt] https://www.youtube.com/watch?v=z7jrT6la8Ss[/embedyt]