Kolkata Weather Update: বৃষ্টির সুখ আর দু’দিন, এরপরই বড় পরিবর্তন দক্ষিণবঙ্গের আবহাওয়ায়
Kolkata Weather Update: আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, যে নিম্নচাপটি তৈরি হয়েছিল তা বর্তমানে উত্তর ছত্তীশগঢ়ের কাছে অবস্থান করছে।

কলকাতা: গোটা রাত বৃষ্টি হয়েছে কলকাতা সহ শহরতলীতে। গোটা রাত বলা ভুল, মঙ্গলবারও সকাল থেকে চলেছে ঝিরিঝিরি বৃষ্টি। আকাশের মুখ ভার ছিল সকাল থেকে। কিন্তু এই সুখ বোধহয় বেশিদিন সহ্য হবে না দক্ষিবঙ্গবাসীর। কারণ দু’দিন পর থেকে আবার বাড়বে তাপমাত্রা।
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, যে নিম্নচাপটি তৈরি হয়েছিল তা বর্তমানে উত্তর ছত্তীশগঢ়ের কাছে অবস্থান করছে। একই সঙ্গে একটি অক্ষরেখা রয়েছে যা রাজস্থান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে। এর জেরেই মূলত এই বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’দিন প্রধানত মেঘলা আকাশ থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তারপর যে বর্ষাও ঢুকে পড়েছে সেই কারণে মাঝেমধ্যে মাঝারি বৃষ্টিও চলবে।
জানা গিয়েছে, আগামী কলকাতা ও তার পাশ্ববর্তী জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। তবে দু’দিন পর থেকেই দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাবে।
হাওয়া অফিস সূত্রে খবর, সতর্কবার্তা হিসাবে বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুতসহ ভারী বৃষ্টি হবে। তার মধ্যে রয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান।
উত্তবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া অফিস জানাচ্ছে, পাঁচটি জেলাতেই বৃষ্টিপাত হবে। তবে মালদা ও দুই দিনাজপুরে এই বৃষ্টির পরিমাণ খানিকটা হলেও বৃদ্ধি পাবে। এছাড়া দু’এক জায়গায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
