
কলকাতা: সোমবার রাত নামতেই আকাশ ঢাকল বৃষ্টির মেঘ। তৈরি হল নিশ্ছিদ্র অন্ধকার। তারপর ক্ষণিকের মধ্য়েই ভাসিয়ে নিয়ে শহর তথা শহরতলি। সোমবার রাত থেকেই দফায় দফায় ভিজেছে দক্ষিণবঙ্গ। পড়েছে মুহুর্মুহু বাজ। কলকাতা-সহ একাধিক এলাকায় জারি হয়েছে সতর্কতা।
কিন্তু দিন পেরিয়ে কি সেই দুযোর্গ কাটল?
আবহাওয়া দফতর বলছে, না। কারণ, বঙ্গোপসাগরে নতুন করে দানা বাঁধার চেষ্টা করছে নিম্নচাপ। যার জেরে মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা সংলগ্ন অঞ্চলগুলিতে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি-সহ দুই মেদিনীপুরে। পরিস্থিতি বেজায় কঠিন বলেই মনে করছে হাওয়া অফিস। এই অবস্থায় বুধবার পর্যন্ত মৎসজীবীদের গভীর সমুদ্রে পা না বাড়ানোরই পরামর্শ দিয়েছেন নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
রাজ্যের আকাশে শক্তিশালী স্কোয়াল ফ্রন্ট
আলিপুর আবহাওয়া দফতর তরফে জানা গিয়েছে, সোমবার রাতে শহর তথা শহরতলির আকাশে তৈরি হয়েছিল মেঘের ঢেউ। দেখা গিয়েছিল ‘স্কোয়াল ফ্রন্ট’। এটি এমন এক ধরনের আবহাওয়া পরিস্থিতি যা শক্তিশালী ও দানবীয় কিউমুলোনিম্বাস মেঘ তৈরি করতে সক্ষম। সাধারণ ভাবে প্রচন্ড বৃষ্টিপাতের সময়ই এই বিশেষ মেঘ তৈরি হতে দেখা যায়।
জানা গিয়েছে, এই স্কোয়াল ফ্রন্টে পূবালী ও পশ্চিমা বাতাসের সংঘর্ষের কারণে অতিবৃষ্টি-সহ বজ্রপাতের মতো ঘটনা ঘটে। ফলত যে এলাকার আকাশে এই স্কোয়াল ফ্রন্ট জন্ম নেয় সেখানে অতিভারী বৃষ্টির সম্ভবনা থাকে। সোমবার সেই ছবিই দেখা গেল শহরতলি, বিশেষ করে হুগলির একাধিক এলাকায়।