‘ঠিক প্রমাণ করার জন্য ধন্যবাদ,’ বাজি জিতেও পেশা ছাড়ছেন প্রশান্ত কিশোর!

সৈকত দাস |

May 02, 2021 | 6:21 PM

কালো টি শার্টে প্রশান্ত হাসিতে কিশোর জানালেন, 'আমি যা করতাম তা ছেড়ে দিতাম। ভগবান দয়ালু। আমাকে সঠিক প্রমাণ করেছেন। আমার কাজ শেষ। আইপ্যাকে অনেকে আছেন। যাঁরা এই কাজ করছেন। ভালো ভাবেই করবেন।'

ঠিক প্রমাণ করার জন্য ধন্যবাদ, বাজি জিতেও পেশা ছাড়ছেন প্রশান্ত কিশোর!
ফাইল ছবি

Follow Us

পশ্চিমবঙ্গ: এ যেন ডবল সেঞ্চুরি করে অবসর ঘোষণার শামিল। বাজি জিতেও পেশা ছাড়ার কথা জানিয়ে দিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)!

বাংলায় দুশো আসন পাওয়ার হুঁশিয়ারি দেওয়া বিজেপি শিবিরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন তিনি। গত বছর ২১ ডিসেম্বর টুইটে লিখেছিলেন, বাংলায় বিজেপি ২ অঙ্ক পেরোতে হিমশিম খাবে।  প্রত্যয়ী পিকে টুইটে লিখেছিলেন, ‘সেভ করে রাখুন, মিলিয়ে নেবেন।’ ২ মে একুশের ভোটের ফল (West Bengal Assembly Election 2021) বেরোতে দেখা গেল বিজেপির ঘোষিত ২০০ অঙ্কের গণ্ডি বরং সহজে টপকে গিয়েছে তৃণমূল। প্রশান্ত কিশোরের ঘোষিত দুই অঙ্কের গেরোতেই আটকে রইল বিজেপি। কিন্তু তবুও পেশা ছেড়ে দিচ্ছেন প্রশান্ত কিশোর!

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর জানালেন, ভোট কুশলীর পেশা আর টানছে না তাঁকে। বাজি জিতলেও এই পেশায় আর থাকতে চান না তিনি। তাঁকে প্রশ্ন করা হয়, পরামর্শদাতার কাজ ছাড়লে কি রাজনীতিতে প্রবেশ করবেন? তাহলে কোন দল? নাকি নিজের দল তৈরি করবেন? সে সব কোনও কিছুই পরিষ্কার করেননি পিকে।

আরও পড়ুন: মেলালেন পিকে মেলালেন, ‘প্রশান্ত সাগরে’ ডুবল গেরুয়া জাহাজ

কালো টি শার্টে প্রশান্ত হাসিতে কিশোর জানালেন, ‘আমি যা করতাম তা ছেড়ে দিতাম। ভগবান দয়ালু। আমাকে সঠিক প্রমাণ করেছেন। আমার কাজ শেষ। আইপ্যাকে অনেকে আছেন। যাঁরা এই কাজ করছেন। ভালো ভাবেই করবেন।’

Next Article