কেরোসিন তেল ঢেলে বিজেপি বুথ সভাপতির ঘরে আগুন লাগানোর অভিযোগ, উত্তপ্ত অশোকনগর

 হামলার কথা সম্পূর্ণ অস্বীকার করেছে শাসক শিবির। অশোকনগরের তৃণমূল কংগ্রেস সভাপতি সমীর দত্ত জানিয়েছেন, আক্রান্ত বিজেপি নেতা কোনওভাবে নেশাগ্রস্ত। কোনওভাবে বিড়ি সিগারেট খাওয়ার সময়ে সেখান থেকেই আগুন লেগে গিয়ে থাকবে।

কেরোসিন তেল ঢেলে বিজেপি বুথ সভাপতির ঘরে আগুন লাগানোর অভিযোগ, উত্তপ্ত অশোকনগর
ফাইল ছবি।
Follow Us:
| Updated on: Apr 10, 2021 | 3:52 PM

হাওড়া: ভোট চতুর্থীর আগের রাতে শুক্রবার অশোকনগর কল্যাণগড়ে বিজেপির (BJP) বুথ সভাপতি অনির্বাণ রায়ের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অগ্নিকাণ্ডের জেরে ক্ষতিগ্রস্ত দলীয় পতাকা ও ঘরের কিছু আসবাবপত্র এমনটাই অভিযোগ বিজেপির।

আক্রান্ত পদ্ম নেতা অনির্বাণ রায়ের অভিযোগ, শুক্রবার মধ্যরাতে, তাঁর বাড়ির বারান্দায় গ্রিলের ফাঁকা অংশ দিয়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় তৃণমূলের (TMC) কিছু দুষ্কৃতী। আচমকা আগুন লাগতে দেখে তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে আসেন বিজেপি নেতা ও তাঁর পরিবারের সদস্যরা। অগ্নিকাণ্ডের জেরে পুড়ে গিয়েছে বাড়ির বেশ কিছু আসবাবপত্র ও দলীয় পতাকা এমনটাই অভিযোগ ওই বিজেপি নেতার। কল্যাণগড় মণ্ডলের বিজেপি সভানেত্রী গৌরী রায় চৌধুরীর দাবি, অনির্বাণ বিজেপির হয়ে প্রচার করেছেন, সেইজন্যই তাঁকে আক্রমণ করা হয়েছে।

যদিও. এই হামলার কথা সম্পূর্ণ অস্বীকার করেছে শাসক শিবির। অশোকনগরের তৃণমূল কংগ্রেস সভাপতি সমীর দত্ত জানিয়েছেন, আক্রান্ত বিজেপি (BJP) নেতা নেশাগ্রস্ত। কোনওভাবে বিড়ি সিগারেট খাওয়ার সময়ে সেখান থেকেই আগুন লেগে গিয়ে থাকবে। এই ঘটনায় তৃণমূলের কেউ যুক্ত নয়। তবে, বিজেপির (BJP) তরফে অশোকনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: ‘নির্বাচন কমিশনের বিরুদ্ধে কাজ করছে দলদাস পুলিশ, সন্ত্রাস ছড়াচ্ছে ভোটে’, বিস্ফোরক অর্জুন