ফের উত্তপ্ত নানুর, রাতভর চলল বোমাবাজি, আহত ১ তৃণমূল কর্মী

tista roychowdhury |

Apr 06, 2021 | 1:27 PM

বোমাবাজির জেরে আহত এক তৃণমূল কর্মী। শাসক শিবিরের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এলাকা জুড়ে সন্ত্রাস তৈরিতে বোমাবাজি করছে। এমনকী, তৃণমূল কর্মীদের বাড়ি গিয়ে মারধর করে তাদের জখম করা হয়েছে।

ফের উত্তপ্ত নানুর, রাতভর চলল বোমাবাজি, আহত ১ তৃণমূল কর্মী
ফাইল ছবি।

Follow Us

বীরভূম: ভোট আবহে ফের উত্তপ্ত নানুর। রাতভর চলল বোমাবাজি। বোমা বিস্ফোরণে আহত এক তৃণমূলকর্মী (TMC)। বিস্ফোরণের অভিযোগ বিজেপির (BJP) দিকে।

বীরভূমে নির্বাচন অষ্টম দফায়। কিন্তু তার আগেই উত্তপ্ত নানুর। তৃতীয় দফা ভোটের ঠিক আগের দিন সোমবার সারারাত জুড়ে বোমাবাজি চলল নানুরের সিঙ্গি পাড়ায়। দু্ষ্কৃতীদের বোমাবাজিতে সন্ত্রস্ত গ্রামবাসীরা। স্থানীয়দের অভিযোগ, যতই এগোচ্ছে ভোট পর্ব, ততই বাড়ছে বিস্ফোরণ। গ্রামজুড়ে চলছে সন্ত্রাস। কোনও ব্যবস্থা নেয়নি প্রশাসন। বোমা বিস্ফোরণের ঘটনায় তুঙ্গে রাজনীতির পারদ।

বোমাবাজির জেরে আহত এক তৃণমূল কর্মী (TMC)। শাসক শিবিরের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এলাকা জুড়ে সন্ত্রাস তৈরিতে বোমাবাজি করছে। এমনকী, তৃণমূল কর্মীদের বাড়ি গিয়ে মারধর করে তাদের জখম করা হয়েছে। রাতভর বিক্ষিপ্তভাবে চলেছে বোমাবাজি। অন্যদিকে, এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। পাল্টা পদ্ম শিবিরের দাবি, তৃণমূলের পায়ের তলায় মাটি নেই। তাই, বোমাবাজি করে ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে। বোমাবাজির জেরে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। গোটা গ্রাম জুড়ে চলে পুলিশি প্রহরা।

আরও পড়ুন: অনুব্রত-গড়ে ভাঙন তৃণমূলে, দল ছাড়লেন জেলা সহ-সভাপতি আলি মোর্তাজা খান

 

 

Next Article