West Bengal Corona: একদিনেই প্রায় দ্বিগুণ! বাংলায় চড়চড়িয়ে বাড়ছে করোনা, নজরদারির নির্দেশ স্বাস্থ্য ভবনের
West Bengal Corona: গতকাল পর্যন্ত বাংলায় এই আক্রান্তের সংখ্য়া ছিল ১১৬ জন। পরিস্থিতি যে উদ্বেগজনক, তা ইঙ্গিতে মানছে স্বাস্থ্য ভবন। সেই জন্যই ইতিমধ্যে রাজ্যে SARI, ILI উপসর্গ যুক্ত রোগীদের উপরে নজরদারি চালানোর জন্য নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন।

কলকাতা: রাজ্যের আকাশে আশঙ্কার মেঘ। ফিরে আসছে না তো ফেলে আসা ভয়ের দিনগুলো? পরিস্থিতি দেখে এমনই প্রশ্নই তুলছেন অনেকে। শনিবার বিকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রদত্ত পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে করোনার আক্রান্তের সংখ্যা এক লাফে বেড়েছে প্রায় দ্বিগুণ। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের সংখ্যা ৮৯। যার জেরে মোট আক্রান্তের সংখ্য়া বেড়ে পৌঁছে গিয়েছে ২০৫-এ।
গতকাল পর্যন্ত বাংলায় এই আক্রান্তের সংখ্য়া ছিল ১১৬ জন। পরিস্থিতি যে উদ্বেগজনক, তা ইঙ্গিতে মানছে স্বাস্থ্য ভবন। সেই জন্যই ইতিমধ্যে রাজ্যে SARI, ILI উপসর্গ যুক্ত রোগীদের উপরে নজরদারি চালানোর জন্য নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন।
বাংলার মতো একই হাল অন্যান্য রাজ্যগুলিতেও। শনিবারের প্রদত্ত পরিসংখ্যান অনুযায়ী খোদ কেরলেই আক্রান্তের সংখ্য়া পেরিয়ে গিয়েছে হাজারের গন্ডি। গত ২৪ ঘণ্টায় সেই রাজ্যে সংক্রমিতের সংখ্য়া ১৮৯ জন বেড়ে মোট পরিসংখ্যান দাঁড়িয়েছে ১ হাজার ৩৩৯ জন। বৃদ্ধির অঙ্কে কেরলের পরেই নাম রয়েছে মহারাষ্ট্রের। সেখানে মোট আক্রান্তের সংখ্য়া ৪৬৭ জন। আর গোটা দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৩৯৫ জন।
উল্লেখ্য, চিকিৎসকদের দাবি, পরিস্থিতি আগের মতো ভয়াবহ দিকে না এখনও যায়নি। তাই আগাম প্রস্তুতি বড় মহামারিকে টলিয়ে দিতে পারবে। তারা আরও জানিয়েছে, বর্তমানে করোনার জেএন.১, এনবি ১.৮.১ ও এলএফ.৭ ভ্যারিয়েন্টের সংক্রমণই বেশি ছড়িয়ে পড়েছ। এই প্রত্যেকটি ভেরিয়েন্ট ওমিক্রনের সাব-লিনিয়েজ। যা হুহু করে ছড়িয়ে পড়ার ক্ষমতা রাখলেও, ভয়াবহ রূপ খুব একটা নেয় না।

