BJP: চোর, চোর স্লোগান, জেলাশাসকের দফতরে বিজেপির অভিযান ঘিরে উত্তেজনা
BJP: খাদিনামোড় জিটি রোড থেকে চুঁচুড়া শহরে ঢোকার রাস্তা ব্যারিকেড করে রাখে পুলিশ।
রায়গঞ্জ: জেলায় জেলায় সোমবার বিজেপির (BJP) জেলাশাসকের দফতর ঘেরাও কর্মসূচি ছিল। সেই কর্মসূচি ঘিরে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির অভিযোগ উঠল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। কর্ণজোড়ায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বিজেপির এই কর্মসূচি ঘিরে। অভিযোগ, জেলাশাসকের অফিসের সামনের গেট ভেঙে ঢোকার চেষ্টা করেন বিজেপি কর্মী-সমর্থকরা। এদিকে গেটের শিকল-সহ লক ভাঙার চেষ্টা করা হলে বাধা দেয় পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। বাধা পেয়ে গেটের সামনেই বসে পড়েন বিজেপি কর্মীরা। চোর, চোর স্লোগান দিতে থাকেন তাঁরা। বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার বলেন, “তৃণমূলের সীমাহীন দুর্নীতি, কেন্দ্রীয় অর্থের অপব্যবহারের প্রতিবাদে আজ আমরা পথে নেমেছি। তবে পশ্চিমবঙ্গের পুলিশ বিরোধী রাজনৈতিক দলের লোকজনকে গণতান্ত্রিক আন্দোলনে বাধা সৃষ্টি করে বারবার করে। এবারও তাই করল। আজ জেলাসমাহর্তা আমাদের সময় দেন। সেইমতো স্মারকলিপি দিতে আসি। তারপরও পুলিশ আটকাল।”
এদিকে এই কর্মসূচিতেই জেলাশাসকের কাছে স্মারকলিপি দিতে গিয়ে গেটের বাইরে বসে বিক্ষোভ দেখান পূর্ব বর্ধমানের বিজেপি কর্মীরা। বিজেপির অভিযোগ, জেলাশাসক দেড় ঘণ্টা অপেক্ষা করিয়ে ডেপুটেশন নিতে অস্বীকার করেন। জেলাশাসকের তরফে জানানো হয়, এসডিওকে ডেপুটেশন দিতে। এরপর ক্ষোভে ফেটে পড়েন ডেপুটেশন দিতে আসা বিজেপি কর্মীরা। পরে অতিরিক্ত জেলাশাসকের কাছে ডেপুটেশন দেন আন্দোলনকারীরা।
উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে মহকুমাশাসকের অফিসে বিক্ষোভ দেখায় বিজেপি। তিনজনকে আটক করা হয় বলে অভিযোগ। অন্যদিকে হুগলিতেও জেলাশাসকের দফতর অভিযান ঘিরে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি হয়। জেলাশাসকের দফতর থেকে ২ কিলোমিটার দূরে খদিনামোড়ে পুলিশ ব্যারিকেড করে। ব্যারিকেড করা হয় হুগলির ঘড়িরমোড়েও। খাদিনামোড় জিটি রোড থেকে চুঁচুড়া শহরে ঢোকার রাস্তা ব্যারিকেড করে রাখে পুলিশ। বিজেপি সেই ব্যারিকেড ভেঙে এগোতে গেলে বাধা দেয় পুলিশ। যা নিয়ে গোলমাল বাধে।