পুকুরে ভাসছে লাশ, ভাসছে মোটরবাইক, থমথমে এগরার এরেন্দা
মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। নেহাতই কোনও দুর্ঘটনা নাকি এই মৃত্যুর পিছনে কোনও রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে এগরা থানার পুলিশ।
পূর্ব মেদিনীপুর : পুকুর থেকে উদ্ধার মোটরবাইক-সহ এক ব্যক্তির মৃতদেহ। এই ঘটনায়(Accident) এগরা ব্লকের এরেন্দায় চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্রের খবর, বছর পঁয়ত্রিশের ওই ব্যক্তি মৃত স্বপন খাঁড়া ও তাঁর বাবা রণবীর খাঁড়া এগরার কৈঁটগেড়িয়ার বাসিন্দা। বৃহস্পতিবার সকালে, স্থানীয়রা পুকুরের মধ্যে স্বপন ও তাঁর মোটরবাইকটিকে জলে ভাসতে দেখেন। ততক্ষণে চালকের মৃত্যু হয়েছে। সঙ্গে সঙ্গেই থানায় খবর দেন স্থানীয়রা।
আরও পড়ুন : ২৮ ফেব্রুয়ারি ব্রিগেড, এক মঞ্চে সীতারাম ইয়েচুরি, রাহুল গান্ধী?
ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, বুধবার রাতেই মৃত্যু হয়েছে স্বপনের। শীতের রাতে কুয়াশার আধিক্য ও রাস্তা খারাপ হওয়ার জন্যেই এই দুর্ঘটনা(Accident) ঘটেছে। স্থানীয়রা যদিও বলছেন, নেশা করে গাড়ি চালাচ্ছিলেন স্বপন। শীতের রাতে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যান তিনি। তারপরেই তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন : মাত্রাতিরিক্ত ফলন, দাম নেই আলুর, মাথায় হাত আলুচাষিদের
মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। নেহাতই কোনও দুর্ঘটনা নাকি এই মৃত্যুর পিছনে কোনও রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে এগরা থানার পুলিশ।