পুকুরে ভাসছে লাশ, ভাসছে মোটরবাইক, থমথমে এগরার এরেন্দা

tista roychowdhury |

Jan 28, 2021 | 10:45 PM

মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। নেহাতই কোনও দুর্ঘটনা নাকি এই মৃত্যুর পিছনে কোনও রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে এগরা থানার পুলিশ।

পুকুরে ভাসছে লাশ, ভাসছে মোটরবাইক, থমথমে এগরার এরেন্দা
মৃত স্বপন খাঁড়া, নিজস্ব চিত্র

Follow Us

পূর্ব মেদিনীপুর : পুকুর থেকে উদ্ধার মোটরবাইক-সহ এক ব্যক্তির মৃতদেহ। এই ঘটনায়(Accident) এগরা ব্লকের এরেন্দায় চাঞ্চল্য ছড়িয়েছে।

সূত্রের খবর, বছর পঁয়ত্রিশের ওই ব্যক্তি মৃত স্বপন খাঁড়া ও তাঁর বাবা রণবীর খাঁড়া এগরার কৈঁটগেড়িয়ার বাসিন্দা। বৃহস্পতিবার সকালে, স্থানীয়রা পুকুরের মধ্যে স্বপন ও তাঁর মোটরবাইকটিকে জলে ভাসতে দেখেন। ততক্ষণে চালকের মৃত্যু হয়েছে। সঙ্গে সঙ্গেই থানায় খবর দেন স্থানীয়রা।

আরও পড়ুন :  ২৮ ফেব্রুয়ারি ব্রিগেড, এক মঞ্চে সীতারাম ইয়েচুরি, রাহুল গান্ধী?

ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, বুধবার রাতেই মৃত্যু হয়েছে স্বপনের। শীতের রাতে কুয়াশার আধিক্য ও রাস্তা খারাপ হওয়ার জন্যেই এই দুর্ঘটনা(Accident) ঘটেছে। স্থানীয়রা যদিও বলছেন, নেশা করে গাড়ি চালাচ্ছিলেন স্বপন। শীতের রাতে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যান তিনি। তারপরেই তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন : মাত্রাতিরিক্ত ফলন, দাম নেই আলুর, মাথায় হাত আলুচাষিদের

মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। নেহাতই কোনও দুর্ঘটনা নাকি এই মৃত্যুর পিছনে কোনও রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে এগরা থানার পুলিশ।

 

 

Next Article