হঠাৎ আগুন কারখানায়, পুড়ে ছাই ৩টি দোকান

দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

হঠাৎ আগুন কারখানায়, পুড়ে ছাই ৩টি দোকান
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Feb 20, 2021 | 8:40 PM

পূর্ব মেদিনীপুর: আচমকা অগ্নিকাণ্ডের (Fire) সাক্ষী হল পাঁশকুড়ার সিদ্ধা বাজার। শনিবার দুপুর সাড়ে তিনটে হঠাৎ আগুন লাগে একটি প্লাস্টিক কারখানায়। সেখান থেকে আগুন (Fire) ছড়িয়ে যায় পর পর পাঁচটি দোকানে।

এরমধ্যে তিনটি দোকান (Fire) পুরোপুরি আগুনে ভস্মীভূত হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা বলছেন, কোথা থেকে কখন আগুন (Fire) লাগল তা কেউই বুঝতে পারেননি। তাঁদের অনুমান, কারখানায় প্রচুর প্লাস্টিক ও ছাঁট কাপড় মজুত ছিল যেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: ‘দমবন্ধ’ দিল্লি! লকডাউনেও বাগ মানেনি বায়ুদূষণ, এক বছরেই মৃত ৫৪ হাজার

দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন (Fire) লেগেছে। ঘটনাস্থলে পৌঁছয় পাঁশকুড়া থানার পুলিশ। কী কারণে তা তদন্ত করে দেখছে পাঁশকুড়া থানার পুলিশ।